আজকাল ওয়েবডেস্ক: মুখে দিল্লির সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে বেজিং। কিন্তু, কাজে অন্য ইঙ্গিত! আগাগোড়াই পাকিস্তানকে খুল্লামখুল্লা সমর্থন করে চীন। এবার বাংলাদেশকেও মদত দিচ্ছে ড্রাগনের দেশ। বৃহস্পতিবারই কুনমিংয়ে প্রথমবার চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠক আয়োজন করেছিল বেজিং। এই বৈঠকে তিন দেশেরই গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। 

বৈঠকে ছিলেন চীনের উপ-বিদেশমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ ভিডিও লিঙ্কের মাধ্যমে আলোচনার প্রথম পর্যায়ে যোগ দেন।

পাক বিদেশ সচিব আমনা বালুচ তাঁর বক্তব্যে, ত্রিপাক্ষিক প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আয়োজনের জন্য চীনের প্রশংসা করেন। তিনি বলেন, “ত্রিপাক্ষিক প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আয়োজন করে চীন ভাল করেছে।”

চীন, পাকিস্তান ও বাংলাদেশ- এই তিন দেশের অভিন্ন লক্ষ্যের কথা তুলে ধরেন আমনা বালুচ। বলেন, “জনকেন্দ্রিক উন্নয়নের জন্য তিন পক্ষের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে।” তিনি আরও বলেন যে, “পাকিস্তান, চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে গভীর সম্পৃক্ততা আশা করে।” 

বালুচ, পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতি প্রকৃতি উল্লেখ করে বলেছেন যে, "ইসলামাবাদ বেজিং এবং ঢাকার সঙ্গে একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে প্রস্তুত।" তিনি আরও বলেন, "বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি এবং ডিজিটাল অর্থনীতিতে সম্পর্ক জোরদার করতে পাকিস্তান- চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।"