আজকাল ওয়েবডেস্ক: ‘ক্যারামেল ডগ’, তাকে নিয়ে মেতে বিশ্ব, শুধু তাই নয়, এই পথকুকুর একটা দেশের ন্যাশন্যাল সিম্বল অর্থাৎ জাতীয় প্রতীক।
কথা হচ্ছে, ক্যারামেল রঙের ব্রাজিলের পথকুকুরদের নিয়ে, যা বদলে দিয়েছে পথ কুকুরদের নিয়ে চিরাচরিত ধারনা। শুধু ব্রাজিল নয়, এককথায় তাকে নিয়ে মেতেছে বিশ্ব।
সোশ্যাল মিডিয়ার যুগে, পোস্ট, ছবি, মিম, ভিডিও এমনকি নেটফ্লিক্সের নতুন সিরিজেও উপস্থিতি তার। নেটফ্লিক্স তাদের নিয়ে তৈরি করতে চলেছে ‘ক্যারামেলো’। পরিচালক বলছেন, এই ক্যারামেলোরাই তাঁদের সময়ের ইমোশেন।
কিন্তু কেন এত জনপ্রিয়তা, কেনই বা এত হইচই ক্যারামেলোকে নিয়ে? সালটা ২০১৯, আচমকাই সকলের মনোযোগ আকর্ষণ করে ক্যারামেলো। একদিন মঞ্চে অনুষ্ঠান চলাকালীন আচমকা মৃতের চরিত্রে অভিনয় করা এক ব্যক্তির উপর প্রস্রাব করে সে। তারপর থেকে নানা সময়ে এই কুকুরের কার্যকলাপ সকলের জনপ্রিয় হয়।
তাকে নিয়ে জমা পড়ে পিটিশনও। ম্যাকাওকে সরিয়ে তার মুখ আনার জন্য বহু মানুষ পিটিশনে সই করেন। এমনিতেও তথ্য, গুগলে বহু মানুষ নানা ধরনের কুকুর সম্পর্কে সার্চ করেছেন নানা সময়ে, যা ছাড়িয়ে গিয়েছে বহু সার্চের রেকর্ড।
