আজকাল ওয়েবডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিষধর এবং ভয়ানক সাপের নাম কেপ কোবরা। অন্য সাপেদের তুলনায় এর বিশেষত্ব হল দ্রুত শিকারের উপর আক্রমণ এবং তাকে কায়দা করার কৌশল। এই বিষধর সাপের ভয়ে গভীর জঙ্গলে যেতে ভয় পান অনেকেই। তবে শুধু জঙ্গলেই নয়, মরুভূমি থেকে শুরু করে জলময় এলাকা আবার পাথুরে জমিতেও অতি দক্ষতার সঙ্গে শিকার করে থাকে এই কেপ কোবরা।

 

উজ্জ্বল হলুদ রং থেকে শুরু করে গাড় বাদামী এবং কালো রংয়েরও হতে পারে এই কেপ কোবরা। গবেষকরা জানাচ্ছেন এই সাপের বিষ অত্যন্ত ভয়ঙ্কর। যাকে কেপ কোবরা আক্রমণ করবে সে অতি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়বে। টিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত মিলবে না। অন্য প্রাণীদের ক্ষেত্রে কিছু সময়ের অপেক্ষা মাত্র। তারপরই সরাসরি মরণ।

 

বিষের পরিমান না মেপেই বিষ ঢেলে দেয় এই সাপ। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এর জুড়ি মেলা ভার। একে দূর থেকে দেখেই চেনে যায়। নানা রংয়ের কারণে এদেরকে অনেক সময় বোঝা যায় না। যেকোনও পরিবেশে মানিয়ে নিতে পারে বলে একে ধরা অতি শক্ত। প্রায় দেড় মিটার পর্যন্ত লম্বা এই সাপ দেখা গেলেও কয়েকটি ক্ষেত্রে এটি ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পুরুষ এবং নারী উভয় কেপ কোবরাই সমান হিংস্র। দক্ষিণ আফ্রিকার বুকে আগে এই ধরনের সাপের খুব একটা প্রভাব ছিল না। কিন্তু পরিবর্তনশীল আবহাওয়ার জন্য এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে কেপ কোবরা। ফলে বাড়তি চিন্তা সাধারণ মানুষের মধ্যে।