আজকাল ওয়েবডেস্ক: আলবার্টার লেথব্রিজ এলাকার বাসিন্দা ডেভিড সারকিন এক অনন্য নজির গড়েছেন। ক্যানসারকে জয় করার পর রাতারাতি বদলে গিয়েছে তাঁর ভাগ্য। মাত্র ৯ মাসের ব্যবধানে তিনি জিতে নিয়েছেন তিনটি লটারির বিশাল পুরস্কার! মোট পুরস্কারের পরিমাণ ২৫ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫.৬ কোটি টাকা। ওয়েস্টার্ন কানাডা লটারি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ৩ মে-এর একটি ক্লাসিক ড্র-তে তিনি জিতে নিয়েছেন ১০ লক্ষ।
এর আগে তিনি ২০২৩ সালের ২০ আগস্ট লোটো ম্যাক্স ড্র-তে জিতেছিলেন ৫ লক্ষ এবং ১৬ নভেম্বর আরও একটি লোটো ড্রয়ে তিনি পেয়েছিলেন ১০ লক্ষের পুরস্কার। ডেভিড সারকিন ১৯৮২ সাল থেকে নিয়মিত লটারি খেলে আসছেন। তিনি বলেন, ‘টিকিট কেনাটা একরকম অভ্যাস হয়ে গেছে। জিতলে ভালো লাগে, না জিতলেও আবার চেষ্টা করি’। জানা গিয়েছে, ৩ মে-র জয়ী টিকিটটি তিনি কিনেছিলেন লেথব্রিজের শেল পেট্রোল পাম্প থেকে।
তিনি জানান, ‘গোল্ড বল ড্র-এর শেষ পর্যায় চলছিল, আমি ভাবলাম, হারানোর তো কিছু নেই। তাই একটা টিকিট কিনে ফেলি’। এতবার জেতার পিছনে রহস্য নিয়ে তিনি বলেন, ‘আমি জানি এই জেতার সম্ভাবনা অত্যন্ত কম। হয়তো আর হবে না, তবু খেলতে ভালই লাগে’। তিনি আরও বলেন, ‘আমি একজন ক্যানসার সারভাইভার এবং বর্তমানে অবসরপ্রাপ্ত। জীবনের এই অধ্যায়ে এসে এত কিছু পেয়ে আমি কৃতজ্ঞ’। উল্লেখ্য, গত ন’মাসে এই পরপর জেতার ঘটনা ছাড়াও সারকিন প্রায় এক দশক আগে একটি লটারি ড্র-তে আড়াই লক্ষ টাকা জিতেছিলেন।
