আজকাল ওয়েবডেস্ক :  মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশে নিয়ে যাওয়া মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এল। জুনের প্রথম সপ্তাহে বোয়িং স্টারলাইনার মহাকাশ যান সুনীতা ও বুচকে মহাকাশে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এখনও মহাকাশেই রয়ে গিয়েছেন। কিন্তু মহাকাশযানটি কোনও ক্রু ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে।



জানা গিয়েছে, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন। স্টার লাইনার সাত সেপ্টেম্বর গভীর রাতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে এবং সাত সেপ্টেম্বর তা পৃথিবীতে ফিরে আসে। সারা পৃথিবীতে অনেক বিজ্ঞানীর চোখ রয়েছে এই মিশনের দিকে।


প্রকাশিত খবর অনুযায়ী, মহাকাশযান স্টার লাইনার এদিন ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় এবং সকাল ৯.৩২-এ এটি আমেরিকার মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে অর্থাৎ মরুভূমিতে অবতরণ করে।

 

প্রসঙ্গত, স্টারলাইনার মহাকাশ যানটি তৈরি করেছিল বোয়িং কোম্পানি। পাঁচ জুন এই মহাকাশযানেই সুনীতা ও বুচকে ওই মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়। চারদিনের মিশন থাকলেও, কারিগরি সমস্যার কারণে মহাকাশচারীদের পৃথিবীতে প্রত্যাবর্তন স্থগিত রাখা হয়। তবে মহাকাশ যানটি কোনও ক্রু ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে।