আজকাল ওয়েবডেস্ক: মুষলধারে 'রক্তবৃষ্টি'! তার জেরে সমুদ্র সৈকতেও ভেসে যাচ্ছে রক্তস্রোত! এমনকী সমুদ্রের জলেও মিশে যাচ্ছে সেই রক্তের ধারা। টকটকে লাল বর্ণের সৈকত ও সমুদ্র পারের জল দেখে চক্ষু চড়কগাছ সকলের। অদ্ভুতুড়ে এই কাণ্ড ঘিরে শোরগোল নেট মাধ্যমেও। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এক ট্যুর গাইড সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, রক্ত বর্ণের সমুদ্র সৈকতের ছবি। যা একনজরে দেখলে মনে হবে, রক্তস্রোত ভেসে যাচ্ছে সৈকতে। 'রক্তবৃষ্টি'র কারণেই কি এই দশা হল? প্রশ্ন সকলের। আসল সত্যিটা অবশেষে ট্যুর গাইড জানিয়ে দেন। 

ঘটনাটি ঘটেছে ইরানে। হরমুজ দ্বীপকে স্থানীয়রা 'রেড বিচ' বলেন। লাল রঙের সৈকতের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। জানা গেছে, হরমুজ দ্বীপের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। সৈকতেই মিশে রয়েছে লাল রঙের রঞ্জক পদার্থ। সমুদ্রের জল আছড়ে পড়ার পর, তাও লাল রঙের হয়ে যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর সৈকতের লাল রঙ আরও গাঢ় দেখায়। তার জেরেই সকলের ধারণা হয়, সম্ভবত 'রক্তবৃষ্টি'র কারণেই এই দশা! আসলে 'রক্তবৃষ্টি' বলে কিছুই হয়নি। 

তবে রেড বিচের এই ছবি সাম্প্রতিক সময়ের নয়। ওই ট্যুর গাইড ফেব্রুয়ারি মাসের শুরুতে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানিয়েছেন, কোনও নির্দিষ্ট সময়ের নয়, সারাবছর বৃষ্টি হলে রেড বিচের এমন রূপ দেখা যায়।