আজকাল ওয়েবডেস্ক: উত্তর থাইল্যান্ডের এক খেত থেকে আখ খেতে গিয়ে ধরা পড়ে গেল এক দুরন্ত বাচ্চা হাতি। তবে পালানোর বদলে সে যা করল, তা এখন ইন্টারনেটজুড়ে হাসির খোরাক হয়ে উঠেছে। মানুষ দেখতে পেয়ে ছোট্ট হাতিটি একটি সরু লাইটপোস্টের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে—যদিও সে নিজেই সেই খুঁটির চেয়ে ঢের বড়।

লোকেরা টর্চ জ্বালিয়ে তাকালে হাতিটি দাঁড়িয়ে থাকেই, যেন ভাবছে—“আমার চোখে যদি না পড়ে, তবে আমায় কেউ দেখছেই না!” এই সরল বিশ্বাস আর মিষ্টি ভুলেই সে হয়ে উঠেছে নেটদুনিয়ার আদরের ‘ডোনাল্ড ট্রাঙ্ক’। একজন মন্তব্য করেন, “কে বলল তোকে এটা ভুল কাজ? মানুষবন্ধু বোধহয় সঠিক শেখায়নি।” আরেকজন লেখেন, “এ যে হাতির জন সিনা!”

এই হাতিটি ভারতীয় হাতি প্রজাতির, যা এশীয় হাতির একটি উপপ্রজাতি। বর্তমানে থাইল্যান্ডে আনুমানিক ৪,৪২২টি বন্য হাতি রয়েছে। এর মধ্যে অর্ধেকই ঘনবসতিপূর্ণ পাঁচটি অরণ্যে বাস করে। ২০২৪ সালে মানুষের সঙ্গে হাতির সংঘর্ষের ৪,৭০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার ফলে ১৯ জনের মৃত্যু ও বহু জমি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ডে হাতি সংরক্ষিত প্রাণী, তাদের হত্যা করলে কড়া সাজা ও মোটা অঙ্কের জরিমানা হয়।

তবে এই ছোট্ট দুরন্ত হাতিটি মনে করিয়ে দেয়—এখনও তাদের মধ্যে শিশুসুলভ সরলতা কতটা জীবন্ত।