আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছরের নীচে  খোলা যাবে না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এমনই আইন আনল অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে এই পদক্ষেপকে এক বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, ইউটিউব, প্রভৃতি মোট দশটি প্ল্যাটফর্মকে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ করতে  বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে সেই দেশের সরকার। তারা আরও জানিয়েছে যে প্রয়োজন হলে ভবিষ্যতে এই তালিকায় আরও প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করা হবে।

গত বছর পাস হওয়া Online Safety Amendment (Social Media Minimum Age) Bill 2024 অনুযায়ী, কোনও প্রতিষ্ঠান যদি এই আইন না মানে তবে তাদের সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে। তবে কোনও শিশু বা অভিভাবককে এ ক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে না। কোনওভাবে বয়সজনিত কারণে নিষিদ্ধ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

এই আইন কার্যকর হওয়ার আগে স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, নতুন আইন শিশুদের ওপর ডিজিটাল চাপ কমাতে সাহায্য করবে। তিনি বলেন, “তোমরা অ্যালগরিদম আর সীমাহীন কন্টেন্টের মধ্যে বড় হয়েছ। নতুন কোনও  খেলায় যোগ দাও, বাদ্যযন্ত্র শেখো, বই পড়ো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সামনাসামনি সময় কাটাও।”

সরকারের দাবি, শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এই আইন জরুরি। বিশেষ করে স্কুল ছুটির সময় তাদের আরও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এটি সাহায্য করবে।

একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ৭৩ শতাংশ অস্ট্রেলিয়ান এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। যদিও মাত্র এক-চতুর্থাংশ জনগণ বিশ্বাস করে না যে আইনটি কার্যকর হবে। দুই-তৃতীয়াংশের ধারণা, শিশুরা কোনও না কোনওভাবে এই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার রাস্তা বার করে নেবে। এই আইনের সমর্থনের হার সবচেয়ে বেশি শিক্ষকদের মধ্যে- ৮৪ শতাংশ। অভিভাবকদের মধ্যে আইনের পক্ষে সমর্থন ৭৫ শতাংশ, আর ১৬-২৪ বছর বয়সিদের মধ্যে তা ৬২ শতাংশ।

যদিও প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে আইন মেনে চলার কথা জানানো হয়েছে, যদিও কিছু সংস্থা তাদের আপত্তির কথাও জানিয়েছে। রেডিট বলেছে, তারা নিয়ম মানবে, তবে এর কার্যকারিতা, পরিধি ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, কড়া নিষেধাজ্ঞা কিশোরদের অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ ডিজিটাল কাজের  দিকে ঠেলে দিতে পারে।

অস্ট্রেলিয়ার এই নতুন সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহের কেন্দ্রবিন্দু। ডেনমার্ক, মালয়েশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও নিউজিল্যান্ড-সহ একাধিক দেশ একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আলোচনার মধ্যেই  অস্ট্রেলিয়ার এই উদ্যোগ এক নতুন মাত্রা যোগ করেছে।