আজকাল ওয়েবডেস্ক: আপনি কি কখনও ভেবেছেন বাঘ বা পেঙ্গুইনের পশ্চাৎদেশ কেমন গন্ধ ছড়ায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে আপনার জন্য আছে দারুণ এক খবর — এবার সত্যিই আপনি সেই গন্ধ শুঁকতে পারেন, তাও জাদুঘরে দাঁড়িয়ে!
জাপানের কোবেতে অবস্থিত অ্যাকুয়ারিয়াম ‘আটোয়া’ (Atoa Aquarium) সম্প্রতি এক অভিনব ও চমকপ্রদ প্রদর্শনী শুরু করেছে, যেখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে নানা বন্যপ্রাণীর পশ্চাৎদেশের গন্ধ। হ্যাঁ, ঠিকই পড়েছেন — এখানে এসে আপনি বিড়াল, পেঙ্গুইন, এমনকি বাঘেরও নিতম্বের গন্ধ নিতে পারবেন!
এই ব্যতিক্রমী প্রদর্শনী নিয়ে ইন্টারনেটে তুমুল চর্চা শুরু হয় যখন ‘WeRoad’ নামক এক ভ্রমণসংক্রান্ত ইনস্টাগ্রাম পেজ ১৮ই মে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা দর্শনার্থী বিভিন্ন প্রাণীর ছবি ঘষে ঘষে তাদের পশ্চাৎদেশের গন্ধ শুঁকছেন। কখনও বিড়াল, কখনও পেঙ্গুইন — শেষে বাঘের গন্ধ শুঁকে এমনভাবে পিছিয়ে পড়লেন তিনি, যেন নিজেই বিস্ময়ে হতবাক!
ভিডিওটি ইতিমধ্যেই ২.৫ লক্ষের বেশি লাইক কুড়িয়েছে। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে বিস্ময়, রসিকতা ও বিতর্কের ঢেউ। কেউ লিখছেন, "সব কিছু করা যায় বলে সব কিছু করা উচিত নয়, তা তো নয়!" আবার কেউ মজা করে জিজ্ঞেস করছেন, “এখানে কি টেস্ট করার কোনও সেকশনও আছে?”
প্রদর্শনীটি শুধু উদ্ভট নয়, বরং চিন্তাও উদ্রেক করছে — মানুষের কৌতূহলের পরিধি ঠিক কতদূর যেতে পারে? তবে একথা নিশ্চিত, পৃথিবীতে আজও অনেক কিছু রয়েছে যা আমাদের অবাক করতে পারে। আর সে তালিকায় এবার জুড়ল বাঘের নিতম্বের গন্ধও!
আপনি কি গন্ধ শুঁকতে প্রস্তুত? নাকি শুধু ভাবলেই গা গুলিয়ে উঠছে?
