আজকাল ওয়েবডেস্ক: সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় একটি বিলাসবহুল বারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, ক্রান্স-মন্টানা স্কি রিসোর্ট শহরের লে কনস্টেলেশন বার অ্যান্ড লাউঞ্জে ঘটা এই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় বারটিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভ্যালিস ক্যান্টনের পুলিশ মুখপাত্র গেতান লাথিওন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "কেন এই বিস্ফোরণ তা জানা যায়নি... এই ঘটনায় বেশ কয়েকজন আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন।" লাথিওন আরও বলেন, "উদ্ধার অভিযান এখনও চলছে।"
পর্যটকদের কাছে জনপ্রিয় কন্সটেলেশন বারে নববর্ষ উদযাপনের সময় স্থানীয় সময়ে রাত প্রায় দেড়টা নাগাদ বিস্ফোরণটি ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিও'তে দেখা গেয়েছে, বারে নববর্ষের আগের রাতের উদযাপন চলছিল, সেখানে আগুন জ্বলছে। হঠাৎ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় সেখানে হাজির সকলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কে বহু মানুষ বারে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত কোনও কারণ নাকি গ্যাস বা অন্য কোনও দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নববর্ষের রাতে এমন মর্মান্তিক ঘটনায় সুইজারল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সুইস সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, একটি কনসার্টের সময় আতশবাজির কারণে আগুন লেগে থাকতে পারে। তবে পুলিশ কারণ স্পষ্ট করেনি।
ক্রান্স-মন্টানা হল আল্পস পর্বতমালার কেন্দ্রে ভ্যালাইস অঞ্চলে অবস্থিত একটি বিলাসবহুল স্কি রিসোর্ট শহর, যা সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত।
৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইলের এই শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। জানা গিয়েছে, জানুয়ারির শেষে ক্রান্স-মন্টানা রিসোর্টে এফআইএস বিশ্বকাপ নামে একটি স্পিড স্কিইং ইভেন্টের আয়োজন করার কথা রয়েছে।
