আজকাল ওয়েবডেস্ক: মদিনার কাছে উমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রায় ৪২ জন ভারতীয় নাগরিক। সংঘর্ষে বেঁচে গিয়েছেন একজন যাত্রী।

তিনিও ভারতীয়, হায়দরাবাদের বাসিন্দা, নাম মহম্মদ আব্দুল শোয়াব। অলৌকিকভাবে তাঁর বেঁচে যাওয়ার খবরও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

সে সময় শোয়াব নাকি চালকের ঠিক পাশেই বসে ছিলেন। হায়দরাবাদের বাসিন্দা শোয়াবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

প্রাথমিক অনুমান, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বলে খবর সূত্রের।

জানানো হয়েছে, জেদ্দায় ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুম খুলেছে এবং আহতদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়া সফরে থাকা ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এই দুর্ঘটনা প্রসঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি জানান, রিয়াধের ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনসুলেট আক্রান্ত ভারতীয়দের সহায়তায় সবরকম সহযোগিতা প্রদান করবে। জয়শঙ্কর বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাথমিক তথ্য পাওয়ার পরই তিনি মুখ্যসচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর দপ্তর জানায়, রেড্ডি বিদেশ মন্ত্রক ও সৌদিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের তরফে একটি পোস্টে বলা হয়েছে, ‘মুখ্যসচিব কে. রামকৃষ্ণ রাও দিল্লিতে সমন্বয় সচিব গৌরব উপ্পলের সঙ্গে কথা বলে সব রকম প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।’

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় প্রায় সব যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে তারা পালানোর সুযোগ পায়নি।

সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে, যদিও কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি নিশ্চিৎ করেনি।

উদ্ধারকারী দল জানিয়েছে যে, বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, যার ফলে নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সৌদি বাস দুর্ঘটনায় প্রাণহানির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

এক্স বার্তায় তিনি লিখেছেন, ‘মদিনায় দুর্ঘটনা ও ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার সমবেদনা রইল প্রিয়জন হারানো পরিবারগুলির সঙ্গে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের আধিকারিকরা সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।’