আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, বিমানে চালক এবং কর্মী সহ যে 62 জন উপস্থিত ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এটিআর 72 বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। মূলত, বিমানটি ছিল আঞ্চলিক টার্বোপপ বিমান।






ভিনহেডো শহরের জনবহুল এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় তাতে হঠাৎই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই বিমানটি ভেঙে পড়ে। যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে সৌভাগ্যক্রমে সেখানে কেউ আহত হননি। বিমানে থাকা সকল যাত্রীদের মৃত্যু গিয়েছে বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দমকলে খবর দেওয়া হলে কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।






দুর্ঘটনা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মৃতদের শ্রদ্ধা কামনায় এক মিনিট নীরবতা পালন করেন একটি অনুষ্ঠানে এসে। দমকলের সাতটি ইঞ্জিন এবং স্থানীয় পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।