আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর পর দম্পতির মুখে ফুটল হাসি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল‌। অবশেষে অন্তঃসত্ত্বা হলেন এক যুবতী। তবে স্বামীর কৃতিত্ব খানিকটা কমই। বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই মা হতে চলেছেন এই যুবতী। প্রায় দুই দশক পর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গর্ভবতী হলেন তিনি। পরিবারেও খুশির জোয়ার। 

 

কীভাবে সম্ভব হল? আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কলম্বিয়া ইউনিভার্সিটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ফার্টিলিটি টুলের মাধ্যমে গর্ভবতী হয়েছেন এক যুবতী। এই পদ্ধতির নাম স্টার অর্থাৎ স্মার্ম ট্র্যাক অ্যান্ড রিকোভারি। বীর্যের মধ্যে থেকে জীবিত শুক্রাণু খুঁজে বের করাই এর মূল কাজ। 

 

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্টিলিটি সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, যুবতীর স্বামীর বীর্যে সন্তান ধারণ করার মতো কোনও শুক্রাণু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি অ্যাজোস্পার্মিয়া রোগে আক্রান্ত ছিলেন। আইভিএফ পদ্ধতিতেও তাই গর্ভবতী হতে পারছিলেন না যুবতী। উন্নত চিকিৎসা ব্যবস্থাতেও যা সম্ভব হয়নি, কৃত্রিম বুদ্ধিমত্তা তাই করে দেখিয়েছে। বীর্যের মধ্যে থেকে অতি দ্রুত জীবিত শুক্রাণু খুঁজে বের করেছে। এরপরই গর্ভবতী হন যুবতী। 

 

বিজ্ঞানীরা জানিয়েছেন, স্টার টুল প্রথমে বীর্যের মধ্যে থাকা সমস্ত উপাদান পৃথকভাবে চিহ্নিত করে। এরপর হাইস্পিড ইমাজিন সিস্টেমের মাধ্যমে একগুচ্ছ ছবি তোলে। মেশিন লার্নিং অ্যালগরিদম সেই বীর্য থেকে জীবিত শুক্রাণু খুঁজে বের করে। দ্রুততার সঙ্গে এই পদ্ধতিটি শেষ হয়।