আজকাল ওয়েবডেস্ক:  তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবদু রোজিককে সম্প্রতি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ। মন্টেনেগ্রো থেকে ফেরার পর গত শনিবার ভোর ৫টা নাগাদ তাঁকে আটক করা হয়। যদিও প্রাথমিকভাবে ‘চুরি’-র অভিযোগে তাঁর গ্রেপ্তারের খবর ছড়ালেও, পরে তাঁর ম্যানেজমেন্ট সংস্থা ‘এস-লাইন প্রজেক্ট’ দাবি করে, তিনি গ্রেপ্তার হননি, বরং “স্বাভাবিক জিজ্ঞাসাবাদের জন্য কিছু সময় আটক রাখা হয়েছিল।” দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম Khaleej Times-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোজিকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি এখনো সরকারি ভাবে জানায়নি সংযুক্ত আরব আমিরশাহি (UAE) প্রশাসন। তাঁর ম্যানেজমেন্ট সংস্থা জানায়, “আমরা শুধু এটুকুই বলতে পারি, তাঁকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল। কিন্তু কোনও মামলা হয়নি, এবং তাঁকে পরে মুক্তি দেওয়া হয়েছে।”

রোজিকের নাম আগেও বিভিন্ন তদন্তে উঠে এসেছে। ২০২৪ সালে ভারতে একটি হসপিটালিটি সংস্থার আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। যদিও তাঁকে সেক্ষেত্রে অভিযুক্ত করা হয়নি। শনিবারের ঘটনার পর তাঁর সংস্থা এক বিবৃতিতে জানায়, “প্রথমত, আবদুকে গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র আটক রাখা হয়েছিল। তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, যেসব তথ্য কিছু ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, তা একেবারেই সঠিক নয়। আমরা আইনগত পদক্ষেপ নেব এবং পুরো ঘটনা ভারতীয় জনগণকে জানাব।”

আরও পড়ুন: নকশাল দমন না ভিন্ন মত দমন?—মহারাষ্ট্রে পাশ হল বিতর্কিত ‘বিশেষ জননিরাপত্তা বিল’

আবদু রোজিক নিজেও ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে জানান, তিনি ঠিক আছেন। পরে ১২ জুলাই তিনি উপস্থিত হন দুবাইয়ের India International Influencers Awards (IIIA)-এ, যেখানে তাঁকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও Bigg Boss 16-এর সহ-প্রতিযোগী শিব ঠাকরের সঙ্গে দেখা যায়। তিনি নিজের ইনস্টাগ্রামেও অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করেন। উল্লেখ্য, আবদু রোজিক মূলত তাজিকিস্তানের একজন সংগীতশিল্পী হলেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়েছে ভারত ও মধ্যপ্রাচ্যে। “ওহি দিলি জোর”, “চাকি চাকি বোরন” এবং “মোডার” গানগুলোর জন্য তিনি বিখ্যাত। মাত্র ৩ ফুট উচ্চতার জন্যও তিনি বিশেষভাবে নজর কাড়েন। Bigg Boss 16-এ অংশগ্রহণ করে তিনি ভারতীয় দর্শকের হৃদয় জিতে নেন।

২০২২ সালে তিনি আবুধাবিতে আয়োজিত IIFA Awards-এ অংশগ্রহণ করেন এবং “এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা” গানটি পরিবেশন করে প্রশংসা কুড়ান। ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি সংযুক্ত আরব আমিরশাহির ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে বাগদান করেন। যদিও সেই বিয়ে পরে বাতিল হয়। সম্প্রতি তিনি Laughter Chefs Season 2-তে অংশগ্রহণ করলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে শো মাঝপথে ছেড়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত। তাঁর বিদেশযাত্রায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই শর্তাবলী সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

আবদু রোজিক এই মুহূর্তে আবার সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে ও জনজীবনে। ভক্তদের উদ্দেশে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য। তদন্ত এগোচ্ছে, তবে আপাতত রোজিক তাঁর জন-ইমেজ ফিরিয়ে আনতেই ব্যস্ত।