আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি পর্যটকদের। শীতের ছুটিতে জনপ্রিয় স্কি রিসর্টে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন সকলে। সে সময়েই ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোররাতে রিসর্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল ৬৬ পর্যটকের। আহত আরও বহু পর্যটক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তুরস্কের আংকারা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কারতালকায়া রিসর্টে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ রিসর্টে আগুন লাগে। সেসময় ২৩৪ জন পর্যটক ছিলেন রিসর্টের মধ্যে। আগুন লাগার পরেই সকলে ছুটে পালানোর চেষ্টা করেন। অনেকেই ঘরের মধ্যে আটকে পড়েন।
অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আরও ৫৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দু'জন রিসর্টের উপর থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময়, নীচে পড়েই মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কি রিসর্টে সবথেকে বেশি ভিড় জমে। স্কিয়ের জন্যেই আদর্শ সময় এটি। রিসর্টে এই সময়েই পর্যটকদের ভিড় জমে। কাঠের তৈরি রিসর্টে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।
