আজকাল ওয়েবডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ ঘটনা। শহরের কাছাকাছি একটি বাজারে প্রকাশ্যে গুলিতে নিহত হন কয়েকজন৷ দুষ্কতীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালে চাতুচাক জেলার 'ওর তোর কর' (Or Tor Kor) বাজার এলাকায় এই ভয়াভহ ঘটনাটি ঘটে। ঘটনার পরই পুলিশি তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনায় ভীত সন্ত্রস্ত সকলে৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় তখন সকালবেলা। ঘটনার দিন সকাল বেলায় এক অজ্ঞাত দুষ্কৃতি বাজারের মধ্যে আসে। মাঝ বাজারে এসে আচমকা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ঘটনায় নিহত হয়েছেন একাধিক। ঘটনার জেরে বাজারের কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হন। এমনকি বাজার করতে আসা কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন নিহতদের মধ্যে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকে। পরে ওই বন্দুকধারী নিজেই নিজের নিজেকে গুলি করে আত্মঘাতী হন।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের পরিচয় এখনও পুরোপুরি শনাক্ত করা যায়নি। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এর প্রেক্ষিতে খতিয়ে দেখা হচ্ছে এই হামলার সঙ্গে সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষের কোনও যোগসূত্র রয়েছে কি না। তবে এখনও কিছু নিশ্চিত করা যায়নি।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা ঘিরে উত্তাল চারিদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক হাতে বন্দুক নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যাকে অভিযুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরেকটি ভিডিওতে গুলির ঘটনার পর বাজার চত্বরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি এবং চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে। তবে এই ভিডিওগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি।
এখানেই থেমে নেই। ভয়াবহ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে আরেকটি মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরের ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে ঘটে ঘটনাটি। গুলির ঘটনায় ১৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে।
সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই আকস্মিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শত শত পড়ুয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গোটা ক্যাম্পাসে জরুরি তল্লাশি অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুস্কৃতিকে পরে আটক করা হয়। যদিও পরবর্তীতে ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা তুলে নেওয়া হয়। তবুও ক্যাম্পাস বন্ধ রাখা হয় কিছুদিন। ঘটনার জেরে পড়ুয়াদের শুধু খাবারের জন্য ডাইনিং হলে যাওয়া এবং ডরমিটরিতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে চলমান সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। সূত্রে খবর ১,৬৮,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোববার উভয় দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে জানান, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে আলাপ করেছেন। তাঁদের সতর্ক করে দিয়েছেন যে, যদি সংঘর্ষ অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবে না। উভয় পক্ষই যুদ্ধবিরতি আলোচনার জন্য বৈঠকে বসতে সম্মতি জানিয়েছে বলে সূত্রে খবর।
