আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ কয়লা খনিতে। তার জেরে প্রাণ হারালেন ৫১ জন, আহত হলেন অন্তত ২০ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইরানের পূর্বাঞ্চলের দক্ষিণ খোরসান প্রদেশে। প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিকের কারণেই এই বিস্ফোরণ।
দক্ষিণ খোরসানের গভর্নর জাভেদ ঘেনাত জাদেহ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন। তিনি জানান, সেইসময় ওই খনির বি ব্লকে ৪৭ জন এবং সি ব্লকে ২২ জন লোক কাজ করছিলেন। স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে খনির দুটি ব্লকে আচমকাই মিথেন গ্যাস বিস্ফোরণে বিপত্তি ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
প্রথমে সে দেশের মিডিয়ার তরফে জানানো হয়েছিল ৩০ জন মারা গিয়েছেন, পরে সে সংখ্যা বেড়ে হয়েছে ৫১। এই সংখ্যা পরে আরও বাড়তে পারে। উদ্ধারকার্য শুরু হয়েছে। খনির ভেতরে এখনও কতজন আটকে আছেন তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না ভেতরের পরিস্থিতি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তাবাস খনি প্রায় ৩০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে কোকিং এবং কয়লার ব্যাপক মজুদ রয়েছে। এটি ইরানের সবচেয়ে ধনী এবং বৃহত্তম কয়লা এলাকা বলে পরিচিত।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন।
