আজকাল ওয়েবডেস্ক:‌ চীনে ভয়াবহ দুর্ঘটনা। পথচারীদের উপর দিয়ে চলে গেল বেপরোয়া গাড়ি। ঘটনায় মৃত অন্তত ৩৫। আহতের সংখ্যা অন্তত ৪৩। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ চীনের জুহাই প্রদেশে। এটাকে জঙ্গি হামলা বলে মনে করছে পুলিশ। 


পুলিশ সূত্রে খবর, ফান নামক এক গাড়ি চালক এই কাণ্ডটি ঘটিয়েছেন। এসইউভি নিয়ে স্পোর্টস সেন্টারে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তখন রাস্তার সামনেই মানুষজন জগিং ও অনুশীলন করছিলেন। নিয়ন্ত্রণ হারাতেই এই মর্মান্তিক ঘটনা। 


স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে সোমবার রাতে। কিন্তু পুলিশ এটাকে দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত আক্রমণ মনে করছে। না হলে এত মানু্ষের মৃত্যু হতে পারে না। ঘটনার পর পরই পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করে। জানা যায়, ছুরি হাতে সে নিজেকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছিল। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত ওঅ চালক কোমায় বলে জানা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না।