আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষে আবারও বিপর্যস্ত কঙ্গো। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ২২ জন। এর মধ্যে এক পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে বিধ্বস্ত মধ্য কঙ্গো। বৃষ্টির মাঝেই ভূমিধসের ঘটনা ঘটেছে বহু এলাকায়।
মৃতদের মধ্যে অধিকাংশই ধসে পড়া বাড়ির দেওয়ালে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই পূর্ব কঙ্গোতে তুমুল বৃষ্টিতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।
প্রশাসন সূত্রে খবর, সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে বিধ্বস্ত মধ্য কঙ্গো। বৃষ্টির মাঝেই ভূমিধসের ঘটনা ঘটেছে বহু এলাকায়।
মৃতদের মধ্যে অধিকাংশই ধসে পড়া বাড়ির দেওয়ালে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই পূর্ব কঙ্গোতে তুমুল বৃষ্টিতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।
