আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলে এক রহস্যজনক মৃত্যু। ব্রাজিলে একটি বাসে একা ভ্রমণরত ২০ বছর বয়সী এক তরুণীর অপ্রত্যাশিত মৃত্যু হয়। এই ঘটনা দেশজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা পরবর্তীতে তাঁর দেহ উদ্ধার করে। তরুণীর মৃতদেহ মোড়ানো অবস্থায় অনেকগুলি মোবাইল ফোন সমেত খুঁজে পায় তদন্তকারীরা। এই ঘটনায় হতবাক সবাই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২৯ জুলাই। এক তরুণী বাসে করে আসছিলেন। বাসটি পারানা রাজ্যের কেন্দ্রস্থল গুয়ারাপুয়াভা শহরের একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। জানা গিয়েছে, এমন সময়ে তরুণী আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, তরুণী আচমকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সূত্রে জানা গিয়েছে, তিনি ফোজ দো ইগুয়াসু শহর থেকে বাসে উঠে সাও পাওলো যাচ্ছিলেন। সহযাত্রীরা পুলিশকে জানান, বাসযাত্রার সময় তরুণীর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। মুহূর্তের মধ্যে তরুণী প্রচণ্ড অসুস্থ বোধ করা শুরু করেন।
এরপর যখন বাসটি গুয়ারাপুয়াভায় থামে, তখন তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। ঘটনাস্থলে জরুরি সেবা ডাকা হলে প্যারামেডিকসরা প্রায় ৪৫ মিনিট ধরে চেষ্টা করেও তাঁর সাড়া পাননি। অবশেষে তাঁকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এরপর চিকিৎসা করার সময় প্যারামেডিকসরা লক্ষ্য করেন, তাঁর শরীরের বিভিন্ন অংশে কিছু প্যাকেট মোড়ানো রয়েছে। পরে সেগুলো খুলে দেখা যায়, ভেতরে প্রায় ২৬টি আইফোন রয়েছে। ফোনগুলো তাঁর শরীরে আঠা দিয়ে আটকানো ছিল।
এই আআশ্চর্য দৃশ্য দেখার পর কর্মকর্তারা তরুণীর অন্যান্য জিনিসপত্র তল্লাশি শুরু করেন। তাঁর লাগেজ থেকে কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়। সন্দেহ হওয়ায় একটি স্নিফার ডগ আনা হয়, তবে কোনও মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি। তথ্য অনুযায়ী, তদন্তকারীরা ধারণা করছেন, তরুণী হয়তো মোবাইল ফোনগুলো পাচারের চেষ্টা করছিলেন। যেভাবে ফোনগুলো শরীরে লুকানো ছিল, তা অবৈধ পাচারের দিকেই ইঙ্গিত করে।
ঘটনার জেরে তদন্তকারীরা এবং সিভিল পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তরুণীর মৃতদেহ ফরেনসিক মেডিকেল ইনস্টিটিউটে পাঠানো হয় বিস্তারিত পরীক্ষার জন্য। মৃত্যুর আগে তরুণীর শ্বাসকষ্ট এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা গিয়েছিল বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
এমন মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে পারানা সিভিল পুলিশ জানায়, 'ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।' তদন্তের অংশ হিসেবে তাঁর শরীরে পাওয়া ২৬টি আইফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে ব্রাজিলের ফেডারেল রেভিনিউ সার্ভিসে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, 'প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ওই তরুণী একাই ভ্রমণ করছিলেন। ফোজ দো ইগুয়াসু থেকে সাও পাওলো যাচ্ছিলেন। তাঁর শরীরে আঠা দিয়ে আটকানো ২৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফেডারেল রেভিনিউ সার্ভিসে পাঠানো হয়েছে।'
তবে তরুণীর পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না বলে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
