আজকাল ওয়েবডেস্কঃ কোনও রকম যৌতুক ছাড়াই শুধুমাত্র ১০১ টাকার বিনিময়ে শেষ হল গোটা বিয়ের প্রক্রিয়া। সম্প্রতি সেই বিয়ের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছে গুজ্জর বয়’স নামে একটি পেজ। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে ছেলের বাবার দাবি, যৌতুক নেওয়া যে অন্যায় তা বোঝাতেই এই কাজ করেছেন তিনি।
প্রসঙ্গত, বিয়েতে যৌতুক নেওয়া এক প্রকার রীতি হয়ে উঠেছে। সেই প্রথা ভাঙার বার্তা দিলেন দক্ষিণ দিল্লির জামশেদপুরের গুজ্জ্র সম্প্রদায়ের এক পরিবার। ছেলের বিয়েতে কনে পক্ষের থেকে নেননি যৌতুক। ভাইরাল ওই ভিডিওতে এমনই দাবি করেছেন পাত্রের বাবা। ভিডিওতে পাত্রের বাবা তাঁর ছেলের এবং কনের পরিচয় দিয়ে বলেন," এই বিয়ে দুই শিক্ষিত পরিবারের মধ্যে হচ্ছে। পাত্র সিদ্ধার্থ পেশায় একজন ইঞ্জিনিয়ার। অন্যদিকে কনে শ্রুতি নেট এবং জেআরএফ পাশ করা একজন অধ্যাপিকা। বর্তমানে পিএইচডি করছেন। ভিডিওতে যৌতুক প্রথা বন্ধ করার আবেদন জানিয়ে তিনি আরও বলেন যে, এই বিয়ে কোনও যৌতুক ছাড়াই অত্যন্ত সাদামাটা ভাবে অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে তাঁরা যৌতুক নেওয়া যে অপরাধ সেই বার্তা দিতে চেয়েছেন। ভিডিওর একদম শেষে তিনি বলেন, ‘আশা করি এই উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে।’
