আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার। রেলের লাইনে ভিডিও করতে গিয়ে গ্রেপ্তার হলেন গুলশন শেখ নামে ওই ইউটিউবার। এর আগেও এই ইউটিউবার রেলের লাইনে নানা ধরণের ভিডিও তৈরি করেছে। রেলের লাইনে পাথর, সিলিন্ডার, সাইকেল নিয়ে তৈরি করা তাঁর ভিডিওগুলি রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

গুলজার ইন্ডিয়ান হ্যাকার নামে এই ইউটিউব চ্যানেলের ২ লক্ষ ৩৫ হাজার ফলোয়ারও রয়েছে। তাঁর নিজের বাড়ি কান্দ্রাউলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হল। লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, একজন রেল জিহাদিকে গ্রেপ্তার করা হল। উত্তরপ্রদেশ পুলিশ ভাল কাজ করেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সম্প্রতি ভারতীয় রেলে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এগুলি নিয়ে ইতিমধ্যেই বেশ চাপে কেন্দ্রীয় রেলমন্ত্রক। এরপর রেলের লাইনে এই ধরণের ভিডিও তৈরি নিয়ে তাই আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ পুলিশ। এই ইউটিউবারের চ্যানেলে ২৪৩ টি ভিডিও রয়েছে, আছে ১৩৭ মিলিয়ন ভিউ। এই ধরণের ভিডিও যারা দেখবেন তাঁদের মনে অন্য ধরণের ধারণা তৈরি হতে পারে। এরপর এই ভিডিও যদি তাঁরা নিজেরা রেলের লাইনে করতে যান তবে তা রেলযাত্রীদের পক্ষে আরও বেশি বিপদজনক হতে পারে। তাই আগে থেকেই কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।

প্রসঙ্গত, দার্জিলিংয়ে কিছুদিন আগে রেল দুর্ঘটনায় ৯ জন রেলযাত্রীর মৃত্যু ঘটেছিল এবং ৫০ জন আহত হয়েছিলেন।