আজকাল ওয়েবডেস্ক:  জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর। কাশ্মীরে দাঁড়িয়েই বিরাট ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পাকিস্তানের এখন ভিখারির দশা। অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই থাকতে চাইছেন না পাকিস্তানের সঙ্গে।

 

বৃহস্পতিবার জম্মুর আরএস পুরা এলাকায় ভোটপ্রচারে গিয়ে যোগী দাবি করলেন, দ্রুত পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলই এবার পাখির চোখ বিজেপির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন, পাক অধিকৃত কাশ্মীর আদতে জম্মু ও কাশ্মীরেরই অংশ। ভোট শেষ হলেই একে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে। যোগীর বক্তব্য, পাকিস্তানের এখন ভিখারির দশা। নিজেদেরই সামলাতে পারছে না। নিজেদের দেশে গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হচ্ছে। অধিকৃত কাশ্মীর কীভাবে সামলাবে?

 

বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে হাত শিবির। তারা জানিয়েছে, যেভাবে কাশ্মীর ভোটের আগে ভোট টানার খেলায় বিজেপি মেতেছে তাতে সাধারণ মানুষ ভুলবে না। চলতি বছরের লোকসভা ভোটে গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়েছে। কাশ্মীর ভোটে তারই ফের প্রতিফলন ঘটবে। কাশ্মীরবাসীরা জানেন বিজেপি তাদের হয়ে কিছুই করবে না। ফলে বিজেপিকে ভোট দেওয়ার ভুল তারা আর করবে না।