আজকাল ওয়েবডেস্ক: পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন তিনি। ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংকে বসানোর প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। সঞ্জয় সিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ। অলিম্পিক পদক বিজয়ী মহিলা কুস্তিগীরদের ন্যায়বিচার প্রত্যাখ্যানের কারণ হিসাবে চিঠিতে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত WFI নির্বাচনে সঞ্জয় সিং প্রাক্তন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা শিওরানকে ৪০ ভোটে ৭ ভোটে পরাজিত করেন। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, এবং ভিনেশ ফোগাট ফলাফলের পর গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাক্ষী জানিয়েছিলেন, ব্রিজভূষণ ঘনিষ্ঠ কেউ নির্বাচিত হলে কুস্তি ছেড়ে দেবেন তিনি। উল্লেখ্য, গত জুন মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তা পিছিয়ে যায়। নির্বাচন নিয়ে চলতি মাসের শুরুতে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে দেখা করেন কুস্তিগীররা।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত WFI নির্বাচনে সঞ্জয় সিং প্রাক্তন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা শিওরানকে ৪০ ভোটে ৭ ভোটে পরাজিত করেন। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, এবং ভিনেশ ফোগাট ফলাফলের পর গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাক্ষী জানিয়েছিলেন, ব্রিজভূষণ ঘনিষ্ঠ কেউ নির্বাচিত হলে কুস্তি ছেড়ে দেবেন তিনি। উল্লেখ্য, গত জুন মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তা পিছিয়ে যায়। নির্বাচন নিয়ে চলতি মাসের শুরুতে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে দেখা করেন কুস্তিগীররা।
