আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মিড-ডে-মিলে পোকা ভর্তি।  কর্ণাটকের কোপ্পাল জেলায় সরকারি স্কুলের ব্যাপক শোরগোল। জানা গিয়েছে, মিড-ডে-মিলে রান্না হওয়া চালে পোকা পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে কোপ্পাল তালুকের বিসারল্লি গ্রামের একটি সরকারি স্কুলে। মঙ্গলবার স্কুলের কর্মী ও ছাত্রছাত্রীরা রান্নার জন্য আনা চালের মধ্যে পোকা গিজগিজ করতে দেখেন। এর আগে কুশতগি তালুকের মুদ্দেবনাহাল্লি গ্রামেও একই ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনা ঘটায় স্কুলের বাচ্চাদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মিড-ডে মিলের জন্য চাল আসে জেলার বিভিন্ন গুদাম থেকে। ডাল, তেল বা অন্যান্য মশলার মতো জিনিস সরবরাহ করে অন্য সংস্থা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সম্ভবত বেসরকারি ঠিকাদাররা নিম্নমানের চাল ও ডাল সরবরাহ করেছে। ঘটনার জেরে প্রশাসন আশ্বাস দিয়েছে যে এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। উচ্চপদস্থ কর্তাদের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।

উল্লেখ্য, কোপ্পাল জেলার প্রায় ২ লক্ষ ৮০ হাজারেরও বেশি পড়ুয়া প্রতিদিন এই মিড-ডে মিলের উপর ভরসা করে থাকে। তাই বাবা-মায়েদের চিন্তা, খাবারের মান খারাপ হলে বাচ্চাদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এই ঘটনার পর অভিভাবকেরা দাবি তুলেছেন, জেলার সব সরকারি স্কুলের খাবার সামগ্রী ও রান্না করা খাবার যেন দ্রুত পরীক্ষা করা হয়, যাতে আর এমন ভুল না হয়।

স্কুল ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটির সভাপতি হনুমন্তাপ্পা হাট্টি স্বীকার করেছেন যে হয়তো দু-এক জায়গায় এমন ঘটনা ঘটেছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান বজায় রাখার চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন যে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করা হয়েছে। পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে৷