আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিন বাড়িতে দেরিতে আসতেন স্বামী। যা ঘিরে অশান্তি তুঙ্গে পৌঁছয়। স্বামীর সঙ্গে অশান্তির মাঝেই শিশুকন্যাকে কুপিয়ে খুন করলেন মা। যে হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন স্থানীয়রা ও পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। বুধবার পুলিশ জানিয়েছে, লাতুর জেলায় স্বামীর সঙ্গে অশান্তির জেরে এক বছরের মেয়েকে কুপিয়ে খুন করেছেন তার মা। নিত্যদিন বাড়িতে দেরি করে আসার জন্য স্বামীর সঙ্গে তুমুল বচসা হয়েছিল স্ত্রীর। সেই রাগের মাথায় এক বছরের মেয়েকে খুন করেন মা।
পুলিশ আরও জানিয়েছে, সোমবার শ্যাম নগর এলাকায় এই হত্যাকাণ্ডের জেরে ৩০ বছরের যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবতীর স্বামী, ৩৪ বছরের যুবক পেশায় একজন শ্রমিক। কাজ সেরে সোমবার ভোররাতে বাড়ি ফিরেছিলেন। তা ঘিরেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়েছিল তাঁর। স্বামীর সঙ্গে ঝামেলার সময়েই রান্নাঘর থেকে ধারালো ছুরি এনে এক বছরের মেয়ের উপর হামলা করেন মা।
খুদে সন্তানের মুখে, পেটে, বুকে, কোমড়ে, মাথায় ও যৌনাঙ্গে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন যুবতী। ঘটনাস্থলেই শিশুকন্যার মৃত্যু হয়। শিশুকন্যার বাবার অভিযোগের ভিত্তিতে ঘাতক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত বছর নভেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। সদ্যোজাত সন্তানের জন্মের কয়েক ঘণ্টা পর মায়ের হাতেই মর্মান্তিক পরিণতি। হাসপাতালের মধ্যে সদ্যোজাত সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সন্তানের জন্মের কয়েক ঘণ্টা পরেই, শ্বাসরোধ করে তাকে খুন করেছে মা। যে ঘটনায় শিউরে উঠেছেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ৪০ বছর বয়সি গুড্ডু দেবী নামের এক যুবতী চুরু জেলার সরকারি হাসপাতালে পঞ্চম সন্তানের জন্ম দিয়েছিল। সদ্যোজাতর মুখ দেখে বাড়ির আত্মীয়স্বজন হাসপাতালের অন্য ওয়ার্ডে বিশ্রাম নিচ্ছিলেন। সেই ফাঁকেই সদ্যোজাত সন্তানের শ্বাসরোধ করে খুন করে মা।
পুলিশ আধিকারিক সুখরাম চোটিয়া জানিয়েছেন, আর্থিক অনটনে জেরবার ছিল গুড্ডু দেবী। সংসারের খরচ চালানোর মতো সামর্থ্য ছিল না তার। যা ঘিরে মানসিকভাবে বিধ্বস্ত ছিল সে। পাশাপাশি গুড্ডু দেবীর স্বামী তারাচাঁদ পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। পঞ্চম সন্তানের জন্মের পরেই আত্মীয়স্বজনদের জানিয়েছিল, আরেকটি সন্তানের দেখভাল করার মতো আর্থিক পরিস্থিতি নেই।
শুক্রবার সকালে সদ্যোজাতকে দেখতে যান গুড্ডুর বোন ময়না দেবী। তখনই খেয়াল করেন, সদ্যোজাত নড়াচড়া করছে না। কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। তার গলায় আঘাতের চিহ্ন চোখে পড়ে। তড়িঘড়ি করে চিকিৎসকদের খবর দেন তিনি। সদ্যোজাতর ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরেই ঘাতক মায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করবে তারা।
