আজকাল ওয়েবডেস্ক: বড়দিন, তার আগে থেকে বাজারে ব্যাপক চাহিদা থাকে ক্রিসমাস ট্রির। ঘরে বা অফিসের জায়গা অনুযায়ী, ছোট-বড় ক্রিসমাস ট্রি কেনেন। সাজানো হয় হরেক রকম সামগ্রী দিয়ে। গাছজুড়ে জ্বালানো হয় আলো। তবে এবার, যুবতী ভাবলেন অন্যকিছু। ভাবলেন লম্বা চুল থাকতে আবার ক্রিসমাস ট্রি কীসের!
কী করলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তাঁর ভিডিও। তিনি নিজের লম্বা চুলকেই এবার ক্রিসমাস ট্রিতে পরিণত করলেন। শুনে অবাক হচ্ছেন? কিন্তু বাস্তবে যুবতী করলেন তাই। শুধু করলেন না, কীভাবে করলেন তার একটি ভিডিও পোস্ট করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tanya Singh (@itistanyasingh)
ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে তিনি একটি ফাঁকা কোল্ডড্রিঙ্কসের বোতল ব্যবহার করেন ‘বেস’ হিসেবে। গাছের কাঠামোর ধাঁচ বানিয়ে নিয়েই, চুলে ছড়িয়ে দেন ‘ক্রিসমাস ম্যাজিক’। চুলের গাছেই একে একে জুড়ে দেন আলো, ছোট সান্তা-সহ ক্রিসমাস ট্রি সাজানোর সামগ্রী। তাঁর ওই ভিডিও বেশ কদর পেয়েছে নেটপাড়ায়। কেউ কেউ আবার জিজ্ঞাসা করেছেন, ওই ভিডিও করতে ঠিক কতটা সময় লেগেছে? অনেকেই তুমুল সমালোচনাও করেছেন। প্রশ্ন করছেন, ‘কেন?’। কেউ কেউ আবার টিপন্নি কেটে লিখেছেন, চুলে সমুজ রঙ করিয়ে নিলে, বিষয়টা আরও ঠিকঠাক হত। অনেকে যুবতীর লম্বা চুলের প্রশংসাও করেছেন যদিও।