আজকাল ওয়েবডেস্ক: দিল্লির আদৰ্শ নগর রেল স্টেশন চত্বরের কাছে রবিবার এক মধ্যবয়সী মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথমে সাবজি মান্ডি এলাকার সরকারি রেল পুলিশের কর্মীরা ফোন করে খবরটি দেন। তাঁরা জানান, স্টেশনের কাছে ঝোপের মধ্যে ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক মহিলার দেহ পড়ে আছে।

এক পুলিশকর্তা বলেন, "প্রাথমিক ভাবে মনে হচ্ছে মহিলাটি হয় কাগজ কুড়ানি, নয়তো ভবঘুরে ছিলেন। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল এবং মুখ-মাথায় আঘাতের চিহ্ন ছিল।" ওই আধিকারিক আরও জানান, "মুখ এবং মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। মুখের চারদিকে রক্তও দেখা গিয়েছে।"

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রেল স্টেশনের পিছনের দিকে একটি ঘন ঝোপের মধ্যে দেহটি পড়েছিল। ঘটনাস্থল থেকে পুলিশ একজোড়া পুরুষ ও একজোড়া মহিলার চটি এবং অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কিছু জিনিস উদ্ধার করেছে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।" তাঁর পরিবার বা পরিচিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সব প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনার আগে মহিলাটি কোথায় গিয়েছিলেন, তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। ঘটনার জেরে মহেন্দ্র পার্ক থানায় খুনের মামলা দায়ের হয়েছে। পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশের বিশেষ দলও গঠন করা হয়েছে।

অন্যদিকে, গত ৬ নভেম্বর উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর-৮২-এর কাছে একটি নর্দমা থেকে এক মহিলার মুন্ডুহীন নগ্ন দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তাঁর দুটো হাতও কাটা ছিল৷ শহরের জমকালো এলাকায় এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায়৷ মৃতদেহ কার, কোথা থেকে এল, এসব নিয়ে তদন্ত চলতে চলতে সপ্তাহ কেটে যায়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, যেই মহিলার দেহ উদ্ধার হয়েছে, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁকে এহেন নৃশংস খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। 

নয়ডা পুলিশ সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, সে তার প্রেমিকা অর্থাৎ ওই মহিলাকে খুন করে দেহটি শহরের একটি পরিচিত এলাকায় ফেলে দেয়। 

তদন্তে উঠে আসে অভিযুক্ত যুবক ওই মহিলার প্রেমিক। সে নয়ডায় বাস চালকের কাজ করত৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাসের মধ্যেই অভিযুক্ত তার প্রেমিকা খুন করে। প্রথমে তাঁর মাথা ও হাত কেটে নেওয়া হয়। এর পরেই তাঁর নগ্ন দেহ সেক্টর ৮২ তে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত৷ জানা গেছে, অভিযুক্ত ও নিহত, দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তবে, পশ্চিমবঙ্গের কোথাকার বাসিন্দা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি পুলিশ৷ 

তদন্তে একটি বেসরকারি বাসের হদিশ পায় পুলিশ৷ সেই বাসের মালিক ও চালক অভিযুক্ত মনু সিংহ৷ তাকে জেরা করা হয়। সে জানায় মহিলা তার প্রেমিকা ছিলেন। আড়াই বছর প্রেমের সম্পর্ক। ২০২৩ সালে তিনি স্বামীর সঙ্গে বচসা করে দুই সন্তান নিয়ে নয়ডায় চলে আসেন৷ সেখানেই মনুর সঙ্গে তাঁর দেখা হয়। মনু জানিয়েছে, ওই মহিলা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন৷ এদিকে মনুও বিবাহিত। শুধু তাই নয়, মহিলার কাছ থেকে প্রায় দু'লক্ষ টাকা ধার নেয় মনু। সেই টাকা ফেরত দিতে না পারায় মনুর উপর চাপ দিচ্ছিলেন তিনি। এরপরই প্রেমিকাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করছিল মনু। তাঁকে বাসে করে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ডাকে মনু। এরপরই বাসের ভিতরে তাঁকে খুন করে অভিযুক্ত। মাথা ও হাত কেটে নেয়। পরে মৃতদেহ নর্দমায় ফেলে গাজিয়াবাদে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে, সে খুন করেছে। খুনের পর সে তাঁর হাতও কেটে ফেলে। এরপর মৃতদেহ নয়ডায় ফেলে আসে, আর কাটা মাথা ও হাত নিয়ে গিয়ে ফেলে দনকৌরে। এর আগে, অভিযুক্তজে খুঁজতে পুলিশ নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছিল।

প্রসঙ্গত, পুলিশ চৌকি থেকে ২০০ মিটার দূরে মহিলার মৃতদেহ উদ্ধার হয় চলতি মাসের ৬ নভেম্বর। এক সাফাইকর্মী প্রথমে দেহটি নর্দমায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।  দ্রুত তরুণীর দেহ অটোপ্সির জন্য পাঠানো হয়। ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ওই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। পাশাপাশি খুনের মামলাও রুজু করা হয়।