আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত ফোনের ব্যবহার ক্ষতিকারক। এর বহুল ব্যবহারে যে কোনও সময় সমূহ বিপদের সম্ভাবনা তৈরি হয়। এত বার করে সাবধান করা হলেও সতর্কতা অবলম্বন করেন না কেউই। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে এক মহিলার অসাবধনতার জন্য বিপদের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সঙ্গে ভুগতে হচ্ছে তাঁর কোলে থাকা বাচ্চাটিকেও

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মহিলা। কোলে একটি দুধের শিশু। ফোনে কথা বলার সময় তাঁর আশেপাশের পরিবেশ সম্পর্কে কোনও ধারণাই নেই বলে মনে হচ্ছে। রাস্তায় কোথায় কী রয়েছে সেই দিকে হুঁশ ছিল না ওই মহিলার। সেই কারণে রাস্তার মাঝখানে থাকা খোলা ম্যানহোলটি তিনি খেয়াল করেননি। অসাবধনতাবশত সেটিতেই পা দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে কোলের বাচ্চাটি সহ ম্যানহোলের মধ্যে পড়ে যান ওই মহিলা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ব্যবহারকারীরা ওই মহিলা এমন অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। যাঁর ফলে এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও ওই মহিলার এবং শিশুটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে গিয়ে দু'জনকে ম্যানহোল থেকে উদ্ধার করেন।

ভিডিওটিতে অনেকে লিখেছেন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদে। একজন লিখেছেন, ''ওই মহিলাকে দোষ দিয়ে কোনও লাভ নেই। রাস্তার মাঝখানে ম্যানহোল খুলে রাখা থাকবে কেন?'' একজন লিখেছেন, ''ফোনটি অক্ষত রয়েছে। সেটাই অনেক।''