আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের কাজে সাতসকালে অনেকেই বেরিয়ে পড়েন। তবে আগামিকাল ব্যাঙ্কে যাওয়ার আগে, জেনে নিন এই সোমবার খোলা থাকছে তো ব্যাঙ্ক? রবিবার ছাড়া, এমনিতেই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্কের দরজা। কিন্তু হিসেব বলছে, আগস্ট মাসে সপ্তাহান্তের ছুটি, সরকারি ছুটি এবং রজ্যভিত্তিক বেশকিছু ছুটি মিলিয়ে ৩১ দিনের মধ্যে ১৩ দিনই বন্ধ ব্যাঙ্ক।
আগামিকাল সোমবার হলেও, বেশকিছু রাজ্যে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ, আগামিকাল জন্মাষ্টমী। এই উপলক্ষে আমেদাবাদ (গুজরাট), ভুবনেশ্বর(ওড়িশা), চণ্ডীগড়, চেন্নাই (তামিলনাড়ু), দেরাদুন (উত্তরাখণ্ড), গ্যাংটক ( সিকিম), হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা), কলকাতা (পশ্চিমবঙ্গ), কানপুর (উত্তরপ্রদেশ), জয়পুর (রাজস্থান), পাটনা (বিহার), ছত্তিশগড়, সিমলা (হিমাচলপ্রদেশ), শ্রীনগর ( জম্মু ও কাশ্মীর) শিলং (মেঘালয়), রাঁচি (ঝাড়খণ্ড) বন্ধ থাকবে ব্যাঙ্ক।
যদিও মুম্বই, নয়া দিল্লির মতো গুরুত্বপূর্ন আর্থিক লেনদেনের কেন্দ্রগুলিতে সোমবারও ব্যাঙ্ক খোলা থাকবে। একইসঙ্গে মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, কেরল, গোয়ায় সোমবার ব্যাঙ্ক খোলাই থাকবে। তবে বেশকিছু রাজ্যে আগামিকাল ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে।
