আজকাল ওয়েবডেস্ক: পেট্রোল পাম্পে গিয়ে মটরবাইকে ১২০ টাকার তেল ভরার কথা বলেছিলেন পুলিশকর্মীও। কিন্তু, পাম্পের কর্মী ৭২০ টাকার পেট্রোল বাইকে ভরে দেন। এতেই রেগে যান ওই পুলিশকর্মী। ধৈর্য্য ধরে রাখতে না পেরে সপাটে থাপ্পড় মারেন পেট্রোল পাম্প কর্মীর গালে। এর পরের ঘটনা রীতিমত তাজ্জব করে দেবে।
তাদের কর্মীকে মারধর করা হয়েছে শুনেই পেট্রোল পাম্পের ম্যানেজার-সহ অন্যান্য কর্মীরা পুলিশকর্মীর বিরুদ্ধে রে-রে করে ওঠেন। শুরু হয় হেনস্থা।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, ওই পুলিশকর্মীকে কমপক্ষে চার থেকে পাঁচবার থাপ্পড় মারা হচ্ছে। অন্য একজন পাম্প কর্মীও তাঁকে মারধর করেছেন।
A video from Sitamarhi, Bihar, shows petrol station staff assaulting a police officer.
— The Sentinel (@Sentinel_Assam)
The incident began when the officer ordered fuel worth ₹120, but ₹720 was mistakenly filled.
Angered, he slapped an employee.
In retaliation, several staff members attacked the officer,… pic.twitter.com/Lv0DhAsiuNTweet by @Sentinel_Assam
এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
