আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত ব্যবসায়ী রতন টাটা তাঁর সম্পদের প্রায় এক তৃতীয়াংশ এক রহস্যময় ব্যক্তির জন্য রেখে গেছেন। ৯ অক্টোবর, ২০২৪ প্রয়াত হয়েছেন রতন টাটা। তাঁর উইলে লেখা রয়েছে ৫০০ কোটি টাকার সম্পদ তিনি মোহিনী মোহন দত্ত নামে একজনের জন্য রেখেছেন। যিনি টাটার পরিবার এবং ঘনিষ্ঠমহলের কাছেও খুব একটা পরিচিত। উইলে তাঁকে টাটার সম্পত্তির একজন উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কে এই মোহিনী মোহন দত্ত? 

ঝাড়খন্ডের জামশেদপুরের একজন উদ্যোগপতি মোহিনী মোহন দত্ত। ২০১৩ সালে তৈরি ভ্রমণ সংস্থা স্ট্যালিয়ন-এর মালিক তিনি। পরে তাঁর সংস্থা টাটা গ্রুপের তাজ হোটেলের সঙ্গে মিশে যায়। মোহিনীর কাছে স্ট্যালিয়নের ৮০ শতাংশ অংশীদারিত্ব ছিল। টাটা গ্রুপের হাতে ছিল বাকি ২০ শতাংশ। তিনি টিসি ট্রাভেল সার্ভিসেসেরও ডিরেক্টর ছিলে ছিলেন। যা ভ্রমণ সংস্থা থমাস কুকের পূর্ববর্তী সহযোগী প্রতিষ্ঠান ছিল। 

রতন টাটার শেষকৃত্যে সাংবাদিকদের মোহিনী জানিয়েছিলেন ২৪ বছর বয়সে তাঁর সঙ্গে টাটার প্রথম আলাপ। সেই থেকে টানা ছয় দশক এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। মোহিনীর দুই কন্যাসন্তান রয়েছেন। তাঁদের একজন টাটা ট্রাস্টের কাজ করেছেন নয় বছর। এর আগে তিনি তাজ হোটেলে কাজ করেছেন। 

টাটা গ্রুপের ০.৮৩ শতাংশের মালিক ছিলেন রতন টাটা। তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ ছিল ৮০০০ কোটি টাকা। তিনি তাঁর বেশিরভাগ সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন। তাঁর মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর উইল প্রকাশ করা হয়। সেখানে তাঁর ভাই, সৎ-বোন, তাঁর বহু বছরের গৃহকর্মী এবং তাঁর অ্যাসিসট্যান্ট সহকারী শান্তনু নাইডু-সহ বেশ কয়েকজনের মধ্যে সম্পদ ভাগ করে দেওয়া করা হয়েছে। পোষ্য কুকুর টিটোর যত্ন নিশ্চিত করার জন্যও ব্যবস্থা করে রেখে গিয়েছেন টাটা। সেখানেই মোহিনী মোহন দত্তের জন্যও ৫০০ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন তিনি।