আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। এ দেশে মোট ৭,৪৬১টি রেলওয়ে স্টেশন রয়েছে। সবচেয়ে বেশি রেল স্টেশন রয়েছে উত্তর প্রদেশে, ১,১৭৩টি। তালিকায় তারপরেই মহারাষ্ট্র (৬৮৯), বিহার (৭৬৮), মধ্যপ্রদেশ (৫৫০) এবং গুজরাট (৫০৯)।

কিন্তু আপনি কি জানেন এ দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে মাত্র একটি রেল স্টেশন আছে?

ভারতের কোন রাজ্যে মাত্র একটি রেলওয়ে স্টেশন আছে?

উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মিজোরাম রয়েছে মাত্র একটি রেল স্টেশন। মিজোরাম উত্তর-পূর্ব ভারতের সীমান্তের শেষ প্রান্তে অবস্থি। ওই রেল স্টেশনের নাম বৈরাবি। এই স্টেশনেই শেষ হয় উত্তর পূর্ব ভারতের ট্রেন চলাচল। 

বৈরাবি রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড BHRB। এই স্টেশন তিনটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। রাজ্যের ১২.২৫ লক্ষ জনসংখ্যার জন্য এই স্টেশন রেল পরিষেবা প্রদান করে।

মিজোরামের কোলাসিব জেলায় অবস্থিত এই স্টেশনটি রাজ্যের অন্যতম রেলওয়ে স্টেশন এবং ৮৪.২৫ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ রেললাইনের সঙ্গে সংযুক্ত। রেলপথের মাধ্যমে কাটাখাল জংশনও বৈরাবিতে যুক্ত হয়েছে। রেললাইনটি ২০১৬ সালের মার্চ মাসে সম্পন্ন হয়।

আরও পড়ুন- ভারতের বৃহত্তম বিমানবন্দর যেন একটা ছোট্ট শহর! দিল্লি, মুম্বই, কলকাতা বা চেন্নাই নয়, জানেন কোনটা?

মিজোরামের রাজধানী আইজল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত বৈরাবি রেলওয়ে স্টেশনটিতে চারটি ট্রেন ট্র্যাক রয়েছে এবং ২০১৬ সালে এটির সংস্কার করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আধুনিক সুযোগ-সুবিধা যোগ করেছে।

বৈরাবি-সারং রেলওয়ে লাইন পরিকল্পনা কী?
উল্লেখযোগ্যভাবে, ভারতীয় রেলওয়ে বৈরাবি থেকে সাইরাং পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে, যার লক্ষ্য আইজলকে জাতীয় রেল নেটওয়ার্কের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা। তবে, মিজোরামের পাহাড়ি ভূখণ্ড রেলওয়ে নির্মাণকে একটি চ্যালেঞ্জিং প্রচেষ্টা করে তোলে, তাই প্রত্যন্ত রাজ্যে সীমিত রেল যোগাযোগ।

প্রস্তাবিত ৫১ কিলোমিটার দীর্ঘ বৈরাবি স্টেশন থেকে আইজলের কাছে সাইরাং রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথটি নির্মিত হবে আনুমানিক ২,৩৮৪ কোটি টাকা ব্যয়ে।