আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার রয়েছে ভারতে। দেশের ১.৪ বিলিয়ন জনসংখ্যার জন্য মোট ৪৮৭টি বিমানবন্দর রয়েছে। কিন্তু আপনি কি জানেন, ভারতের বৃহত্তম বিমানবন্দরটি দিল্লি, মুম্বই, কলকাতা বা চেন্নাই -সহ কোনও প্রধান মেট্রো শহরে অবস্থিত নয়?

ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত?
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যা হায়দ্রাবাদ বিমানবন্দর নামেও পরিচিত, আকারের দিক থেকে ভারতের বৃহত্তম বিমানবন্দর। তেলেঙ্গানার রাজধানীর কেন্দ্রস্থলে শামশাবাদে অবস্থিত বিমানবন্দরটি ৫,৫০০ একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৪,২৬০ মিটা। দৈর্ঘ্যের নিরিখে যা এশিয়ার দীর্ঘতম রানওয়ে। বিশাল রানওয়ে হওয়ার কারণে এই বিমানবন্দরে এয়ারবাস এ৩৮০ এর মতো বৃহৎ বাণিজ্যিক বিমান বেশ মসৃণভাবেই ওযা-নামা করতে পারে।

সরকারি তথ্য অনুসারে, বিমানবন্দরের সমন্বিত যাত্রী টার্মিনালের বার্ষিক ৩৪ মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিষেবা প্রদানের ক্ষমতা রয়েছে এবং ২০২২-২৩ অর্থবছরে ২.১০ কোটিরও বেশি যাত্রী রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।

হায়দ্রাবাদ বিমান বন্দরে কী কী সুযোগ-সুবিধা রয়েছে?
ভারতের বৃহত্তম বিমানবন্দর হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি, হায়দ্রাবাদ বিমানবন্দরই দেশের মধ্যে প্রথম যাত্রীদের ই-বোর্ডিং সুবিধা প্রদান করে। বিমানবন্দরে ভ্রমণকারীদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে ৮৩টি পার্কিং বে, ১০টি অ্যারোব্রিজ, ৪৬টি ইমিগ্রেশন কাউন্টার এবং ৯৬টি চেক-ইন কাউন্টার।

উড়ানের জন্য অপেক্ষারত যাত্রীরা হায়দ্রাবাদ বিমানবন্দরের বিস্তৃত বাজারে শুল্কমুক্ত কেনাকাটার পাশাপাশি বিনামূল্যে ওয়াই-ফাই, শিশুর যত্ন কক্ষ, জরুরি চিকিৎসা পরিষেবা, ফার্মেসি এবং লাগেজ স্টোরেজ সুবিধা রয়েছে। 

আরও পড়ুন- পা দিয়ে জাতীয় পতাকা ভাঁজ করলেন প্রধান শিক্ষিকা! ভিডিও ভাইরাল হতেই হইহই, শেষে গ্রেপ্তার

বিশ্বের শীর্ষ ১০টি বিমানবন্দরের তালিকায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অষ্টম স্থানে রয়েছে। বর্তমানে এই বিমানবন্দর সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে। একটি নতুন টার্মিনাল এবং রানওয়ে নির্মাণের কাজ চলছে। যা বিমানবন্দরের ধারণক্ষমতা বার্ষিক ৪.৫ কোটি যাত্রীতে উন্নীত করবে। এছাড়াও, একটি নতুন কার্গো টার্মিনাল এবং মাল্টিমডাল ট্রানজিট সুবিধা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

গত দশকে ভারতের বিমান শিল্প দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বার্ষিক ১৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ সালে, দেশে অভ্যন্তরীণভাবে ৩৭ কোটিরও বেশি বিমান ভ্রমণকারীর সাক্ষী হয়েছে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর।