আজকাল ওয়েবডেস্ক: জোর চর্চা হেমন্ত সোরেনকে নিয়ে। প্রশ্ন, কোথায় তিনি? গেরুয়া শিবির বলছে, ইডির ভয়ে পালিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা ধরে খোঁজ নেই তাঁর। যদিও তাঁর দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলছে, দলের সঙ্গে যোগাযোগ রেখেছন তিনি। ইতিমধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তাঁর একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির বক্তব্য, তাঁদের কাছে হেমন্ত সোরেনের কোনও তথ্য নেই। যে বিমানে তিনি রাঁচি থেকে দিল্লি গিয়েছিলেন, সেটি দিল্লির বিমান বন্দরেই রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বেশ কয়েকজন কর্মীর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর সূত্রের। অন্যদিকে হেমন্ত সোরেনের অফিস থেকে ইডিকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, তিনি আগামীকাল, ৩১ জানুয়ারি হাজিরা দেবেন ইডি দপ্তরে। বিজেপির অভিযোগ, মাঝরাতে বাড়ি থেকে পালিয়েছেন হেমন্ত। বিজেপির নিশিকান্ত দুবে আবার দাবি করেছেন, ঝাড়খণ্ডের কুর্সিতে এবার হেমন্তের পরিবর্তে তাঁর স্ত্রীর বসার সম্ভাবনা রয়েছে।
