আজকাল ওয়েবডেস্ক : প্রয়াত শিল্পপতি রতন টাটা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তার জীবনের নানা ঘটনা, তার জীবনের কাজ, সবই নজর কেড়েছে সবার। এবার এক অন্য গল্প সামনে এসেছে। রতন টাটার হাতে একটি সুইস ঘড়ি রয়েছে। যেটি বারে বারে সবার নজর পড়েছে। কিন্তু আপনি কী জানেন এই ঘড়িটির দাম কত ছিল।
রতন টাটা যে সাম্রাজ্য তৈরি করেছিলেন সেখানে নানা সম্পদ সবাই দেখেছে। দামী গাড়ি থেকে শুরু করে বিরাট বাড়ি। তার থাকার স্টাইল। তার দিনের কাজ সবই নজরে ছিল সবার।
নিজে বিয়ে না করলেও তার বিরাট সম্পদ তিনি ভাগ করে নিয়েছেন সবার মধ্যে। সেখানে তার বাড়ির কাজের লোকও বাদ যায়নি। তবে রতন টাটা নিজে একজন সাধারণ মানুষের মত চলতে পছন্দ করতেন। তিনি তার গোটা জীবন টাটা গ্রুপকে সবার ওপরে নিয়ে যাওয়ার কাজটি করেছেন।
তার কাছে কর্মীরা ছিল সন্তানের মতো। তাদের ভাল থেকে শুরু করে খারাপ সবই তিনি দায়িত্ব নিয়ে সামলাতেন। এটাই প্রধান কারণ ছিল তিনি সবার কাছে সমান আদর পেতেন। তার ব্যবহার সবার সঙ্গে সমান ছিল।
এবার আসি তার ঘড়ির কথায়। রতন টাটার ঘড়ির দাম ছিল মাত্র ১০ হাজার ৩২৮ টাকা। শুনে হয়তো অবাক হলেও এটাই চরম সত্যি। যে মানুষের কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে তার হাতে পড়া ঘড়ির দাম মাত্র এই টাকা। এটা যেকোনো মানুষের হাতেই দেখা যায়। এর থেকে বোঝা যায় তিনি কতটা সরল জীবনের পক্ষে ছিলেন।
