আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত হয়েছে হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ। আজ সেই ভোটের ফলাফল প্রকাশ পাবে। এই রাজ্যে কে দখল করতে চলেছে গদি তাই নিয়ে জল্পনা তুঙ্গে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগণনা।
হরিয়ানায় বর্তমানে বিজেপি রাজ চলছে। গত দুবারের নির্বাচনেই বিজেপি জয়লাভ করে। গত ৫ অক্টোবর এই বারের ভোট গ্রহণ হয়। বুথ ফেরত সমীক্ষা বলছে, ভোট পড়েছে ৬৭ শতাংশের কিছু বেশি। সে রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ৯০। ৪৬ টি আসন নিয়ে সরকার গঠন করতে হবে হরিয়ানায়। এর আগে ২০১৯ সালে ৪০ টি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৩১ টি আসন। এছাড়া দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি পেয়েছিল ১০ টি আসন। ক্ষমতায় বসে বিজেপি।
যদি এবার বিজেপি জেতে তাহলে সে রাজ্যে জয়ের হ্যাটট্রিক করবে গেরুয়া শিবির। এবারের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি কিছুটা ব্যাকফুটে। তার কারণ হিসেবে উঠে এসেছে কৃষকদের আন্দোলন ও কুস্তিগিরদের আন্দোলন।
যদিও বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সায়ানি এসব ভবিষ্যদ্বাণী উড়িয়ে দিয়েছেন। পদ্ম ফুটবে বলেই আত্মবিশ্বাসী তিনি। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতা ভূপিন্দর সিং হুডা জানিয়েছেন, এবারের বিধানসভা দখলে থাকবে কংগ্রেসের।
পদ্ম ফুটবে নাকি হাত ঘুরে দাঁড়াবে তা জানা যাবে ভোটের ফলাফল ঘোষণার পরেই। সামনেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে নির্বাচন। তার আগে এই রাজ্যের ভোটের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।
