আজকাল ওয়েবডেস্ক: দেশের উপরাষ্ট্রপতি, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ৯ মার্চ মধ্যরাতে, আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদের অসুস্থতার খবরে চিন্তার রেশ রাজনীতির অলিন্দে। প্রশ্ন এখন কেমন রয়েছেন তিনি?
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতে আচমকা বুকে ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন তিনি। তারপরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দিল্লি এইমস-এ চিকিৎসা চলছে তাঁর।
বাংলার প্রাক্তন রাজ্যপালের বয়স এখন ৭৩। জানা গিয়েছে, রাত দুটো নাগাদ অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি এইমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজীব নারাং-এর তত্বাবধানে তাঁকে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর। তবে জগদীপ ধনখড়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লি এইমস-এর পক্ষ থেকে অর্থাৎ হাসপাতালের তরফে বুলেটিন দিয়ে জানানো হয়নি কিছু।
