আজকাল ওয়েবডেস্ক : দশম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ তাঁর শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী তাঁর শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে। এখানে শেষ নয়। ওই শিক্ষক তাঁকে নিজের নগ্ন ছবি পাঠিয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

 

পুলিশ জানিয়েছে ওই ছাত্রী অভিযোগ করেছে তাঁকে সামাজিক মাধ্যমে ওই শিক্ষক কিছু নগ্ন ছবি পাঠিয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করে ছাত্রীর পরিবার। অভিযুক্ত দ্রুত ধরা পড়বে বলে জানিয়েছে পুলিশ।

 

অভিযোগ বেশ কিছুদিন ধরে ওই শিক্ষক তাঁকে যৌন হেনস্থা করছিল। কিন্তু এতদিন বিষয়টি কাউকে বলেনি ওই ছাত্রী। কিন্তু শেষে আর সহ্য করতে না পেরে নিজের পরিবারের লোকদের সব খুলে বলে। এরপর পুলিশের দ্বারস্থ হয় তারা। শুরু হয়েছে তদন্ত।