আজকাল ওয়েবডেস্ক: রেললাইনে শুয়ে ভয়ঙ্কর স্টান্ট। কেরামতি দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার। রেললাইনের ওপর ভয়ঙ্কর স্টান্টের ভিডিও শুট করার জন্য পুলিশ আটক করেছে তাঁকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। কোতয়ালির বাসিন্দা অজয় রাজবর নামের এক যুবক রেললাইনে শুয়ে রিল বানাচ্ছিলেন। ইনস্টাগ্রামে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার তিনি। সম্প্রতি রেললাইনে শুয়ে অজয়ের রিলটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যা পুলিশের নজর এড়িয়ে যায়নি। এরপর কড়া পদক্ষেপ করেছে পুলিশ।
জানা গেছে, রেললাইনের ওপর শুয়েছিলেন অজয়। তাঁর শরীরের উপর দিয়েই একটি চলন্ত ট্রেন ছুটে যায়। রিলটি শুট করার পরেও আহত হননি তিনি। কিন্তু রেললাইনে ভয়ঙ্কর স্টান্টের রিল শুট করার পরেই পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এমনকী নেটিজেনরাও যুবকের কাণ্ড দেখে তুমুল নিন্দা করেছেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে মাউ জেলায়। রেললাইনের ওপর মাথা নীচু করে শুয়ে, ট্রেন আসার জন্যেই অপেক্ষা করছিলেন অজয়। চলন্ত ট্রেনটি চলে যাওয়ার পরেই অক্ষত অবস্থায় আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই রেললাইনে শুয়ে স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়েছিল তিন বন্ধু। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল। প্রাণ বাজি রেখে রিল শুট করেছিল তিন বন্ধু। তার জেরে এবার বিপাকে পড়ে তিনজনেই। চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করার জেরে তিনজনকেই আটক করে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, বৌধ জেলার দালুপালি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে রিল শুট করেছিল তিন নাবালক। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। রিলে দেখা গেছে, চলন্ত ট্রেনের তলায় শুয়ে এক নাবালক। তার উপর দিয়ে চলন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যায়। সেই দৃশ্যটির ভিডিও করে আরও দুই নাবালক।
রেললাইনের ওপর কীভাবে শুয়ে থাকলে কোনও বিপদ হবে না, তাও ভিডিওতে দুই বন্ধুকে বলতে শোনা গেছে। দুই বন্ধুর কথা মতো সেই রেললাইনের ওপর চোখ বুজে শুয়েছিল এক নাবালক। ট্রেনটি চলে যাওয়ার পর তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনজনকে আটক করেছে পুলিশ। এক নাবালক জানিয়েছে, ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন ভয়ে বুক ধড়ফড় করছিল তার। অন্যদিকে বাকি দু'জন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক ও শেয়ার পাওয়ার লোভেই এমন রিল শুট করেছিল।
