আজকাল ওয়েবডেস্ক: আচমকা মেসেজ চালাচালিতে সমস্যা। হচ্ছিল না লগ ইন। শুক্রবার রাত ৯.১০ নাগাদ বেশ কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। বেশ কয়েকজন ব্যবহারকারী জানান যে, তাঁরা যা ভেবেছিলেন ওয়াইফাই বা ডেটার সমস্যা। তবে মিনিট ২০ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ৯.৩২ নাগাদ ফের সক্রিয় হয় হোয়াটসআ্যাপ।   

ভারত জুড়ে ছোটখাটো বিভ্রাটের খবর পাওয়া গেলেও জানা গিয়েছে যে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই অবস্থা। মূলত ব্রিটেনের বিস্তীর্ণ এলাকাতেই ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়েছেন।

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুসারে, রাত ৯.১১ নাগাদ প্রায় ১১,৭০৮ জন গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসযোগ্য ছিল না। চ্যাট অ্যাপটি বিভ্রাটের সম্মুখীন হওয়ার পর, বেশ কয়েকজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে বিষয়টি নিশ্চিত করছিলেন। হোয়াটসঅ্যাপ বন্ধ আছে কিনা তা তারা টের পাননি। একজন ব্যবহারকারী লিখেছেন। আরেকজন ব্যবহারকারী বলেছেন যে তিনি এক ঘন্টা ধরে তার ফোন রিবুট করার চেষ্টা করছিলেন এবং ভাবছিলেন যে তার ফোনে কোনও সমস্যা হচ্ছে কিনা। লেখেন, "আমি ১ ঘন্টা ধরে আমার ফোন রিবুট করার চেষ্টা করছিলাম, ভাবছি আমার ফোনে সমস্যা হচ্ছে... কিন্তু তোমাদের কাছ থেকে জানতে পারলাম যে আমার ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ আছে," তিনি বললেন।

তবে, হোয়াট্সঅ্যাপে সমস্যা দেখা দিলেও মেটার অন্য দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি।