আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মেনুতে পনির নেই কেন! খেতে বসেই বেজায় চটলেন যুবক। রাগের মাথায় বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে দিলেন। ভাঙলেন মণ্ডপ। বাসের ধাক্কায় আহত কমপক্ষে আটজন। কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিয়েবাড়িতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুঘলসরাই কোতয়ালির হামিদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধেয় রাজনাথ যাদব নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের আসর বসেছিল। সেই বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন ধর্মেন্দ্র যাদব। বিয়ের অনুষ্ঠানে এসেই খেতে চলে যান তিনি। যেখানেই গিয়েই তাঁর মেজাজ বিগড়ে যায়। 

ধর্মেন্দ্র দেখেন, খাবারের মেনুতে পনির নেই। তখন রেগে গিয়ে বিয়েবাড়ির মধ্যে বাস ঢুকিয়ে বিয়ের মণ্ডপ গুঁড়িয়ে দেন। সেই বাসের ধাক্কায় বিয়েবাড়ির আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাত্রের বাবা এবং পাত্রীর কাকাও রয়েছেন। সকলেই ভর্তি রয়েছেন হাসপাতালে। পাশাপাশি তিন লক্ষ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই ঘটনার পর পাত্রের পরিবারের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করলে, বিয়ের আচার-অনুষ্ঠান করা হবে না। শেষমেশ পাত্রীর বাবা যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরেরদিন বেলায় গিয়ে পাত্র-পাত্রী সাতপাকে বাঁধা পড়েন।