আজকাল ওয়েবডেস্ক: স্বামীর মঙ্গল কামনায় ঘটা করে পালন করেছেন করবা চৌথ। এরপরই স্বামীকে বিষ দিয়ে হত্যা করেছেন মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। 

 

 

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সবিতা। ৩২ বছর বয়সী স্বামীকে বিষ দিয়ে হত্যা করেন তিনি। লাল বাহাদুর শাস্ত্রী নগর এলাকায় দু'জন একসঙ্গে থাকতেন। অন্যান্য মহিলাদের মত তিনিও করবা চৌথের উপোস শুরু করেছিলেন। উপোস ভাঙার সময় স্বামীর মুখোমুখি হন তিনি। সেই সময়ই কথা কাটাকাটি হয়। সূত্র খবর, ওই মহিলা জানতে পেরেছিলেন তাঁর স্বামীর অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এরপরই খাবারে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ। 

 

 

মৃতের ভাই জানান, বৌদি তার ভাইয়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভিডিও বয়ানে তিনি জানান, তাকে বিষ দেওয়া হয়েছে। এর কিছু পরে মারা যান তিনি। 

 

 

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মহিলাকে।