আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম মহিলা ও তার হিন্দু সঙ্গীর উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেলে, উক্ত দুইজন ঋণের কিস্তি সংগ্রহ করে ফেরার পথে ৮-১০ জন যুবকের একটি দল তাদের পথ আটকায় এবং শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি জোর করে ওই মহিলার হিজাব টেনে খুলে নিচ্ছে, অন্যদিকে বাকিরা গালিগালাজ ও হামলা চালাচ্ছে। আক্রান্ত ওই নারী, ২০ বছর বয়সী ফারহিন, খালাপারের বাসিন্দা এবং উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের কর্মী। ঘটনার সময় তিনি তার মা ফারহানার নির্দেশে সহকর্মী সচিনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে এবং আক্রান্তদের নিরাপদে থানায় নিয়ে যায়।

মুজাফ্ফরনগর সিটি সার্কেল অফিসার (CO) রাজু কুমার সাও জানান, “১২ এপ্রিল বিকেল ৪টা থেকে ৪:৩০টার মধ্যে, বিল্ডিং এলাকার এক হিন্দু যুবক ও খালাপারের এক মুসলিম মহিলা, যারা দুজনেই উতকর্ষ ব্যাংকের সঙ্গে যুক্ত, সুজদু এলাকা থেকে কিস্তি সংগ্রহ করে ফিরছিলেন। তখনই দর্জি ওয়ালি গলিতে কিছু স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালায়।”

ফারহিনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরে তাদের থানায় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যা অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ‘নাটক’ বলেও মন্তব্য করেছেন।

CO রাজু কুমার সাও আরও জানান, “ভিডিও দেখে যাদের শনাক্ত করা হচ্ছে, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”