আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক ঘিরে পরিবারে অশান্তি। এর জেরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেই আত্মঘাতী হলেন নবদম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে।
পুলিশ সূত্রে খবর, ২৪ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে বাহসুমা পুলিশ স্টেশন এলাকায়। মৃতেরা হলেন, রাখি চৌহান(২১) ও মণীশ চৌহান (২৪)।
জানা গিয়েছে, রাখি ও মণীশের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। যা ঘিরে দীর্ঘদিন ধরেই অশান্তি হচ্ছিল। রবিবার ওই এলাকায় দু"জনে দেখা করেন। রাখিকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন মণীশ। তারপর মিষ্টি মুখ করান একে অপরকে। এরপরই চরম পদক্ষেপ নেন।
ওই এলাকারই একটি গাছের ডালে একটি দড়িতে গলায় ফাঁস লাগিয়ে, হাতে হাত রেখে আত্মহত্যা করেন নবদম্পতি। দুজনের মৃতদেহ পরেরদিন উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে সিঁদুরের কৌটো, মিষ্টির প্যাকেট পাওয়া গিয়েছে। সোমবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।