আজকাল ওয়েবডেস্ক: বয়স, আসল সম্পর্ক ভুলে ভাইঝির প্রেমে মত্ত কাকা। তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন ভাইঝিও। প্রেমের সম্পর্ক নিয়ে যে পরিবারে অশান্তি হবে, তা আগেই আশঙ্কা করেছিলেন দু'জনে। শেষমেশ পরিবারে জানাজানি হতেই যা ঘটল, তাতেই চমকে গেছেন কাকা-ভাইঝি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাবরায়। পুলিশ জানিয়েছে, কাকা ও ভাইঝি বাড়িতে চুটিয়ে প্রেম করছিলেন। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন দু'জনে। প্রথমে কারও সন্দেহ না হলেও, পরবর্তীতে জানাজানি হয়ে যায়। পরিবারে অশান্তির ভয়ে বাড়ি থেকে দু'জনে পালিয়ে যান। বিয়েও করে নেন। সেই সময়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
পুলিশ জানিয়েছে, ৩০ মার্চ বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভাইঝিকে বিয়ে করেন কাকা। গত দু'বছর লুকিয়ে প্রেম করেছেন তাঁরা। নিখোঁজ ডায়েরির কথা জানতে পেরে ৩ এপ্রিল প্রয়াগরাজ থেকে ফিরে সোজা থানায় যায় নবদম্পতি। দু'জনেই বয়স, সম্পর্কের প্রমাণ দেখিয়ে পুলিশকে জানান, নিজেদের ইচ্ছেতেই তাঁরা বিয়ে করেছেন। এই সম্পর্ক তাঁরা ভাঙতে ইচ্ছুক নন।
সে সময় থানায় ডেকে পাঠানো হয় তাঁদের পরিবারকে। দীর্ঘ আলোচনার পর কাকা ও ভাইঝির বিয়ে মেনে নেয় পরিবার। হাসিমুখে তাঁদের বাড়িতেও ফিরিয়ে আনেন সদস্যদের।
