আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে হামলা। আবারও। এবারেও লক্ষ্য একাধিক ঘাঁটি! মুহূর্মুহু বিদেশের তৈরি ড্রোণ গুঁড়িয়ে দিল ক্যাম্প? একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোণ হামলা চালিয়েছে ভারত, তেমনটাই দাবি আলফার।
ইতিমধ্যে আলফা স্বাধীন এই হামলার বিষয়টি মেনে নিয়েছে বলেও খবর ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে। জানা গিয়েছে, রবিবার নিষিদ্ধ ঘোষিত আলফা(আই) দাবি করেছে যে ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সীমান্তে তাদের শিবিরে ড্রোন হামলা চালিয়েছে। আলফা স্বাধীন জানিয়েছে, শনিবার গভীর রাতে আলফার একাধিক শিবিরে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বাহিনী।

এই হামলায় ভারতীয় বাহিনী মূলত ফ্রান্স এবং ইজরায়েলের তৈরি ড্রোণ ব্যবহার করেছে বলেও দাবি তাদের। আলফা জানিয়েছে, ভারতীয় বাহিনীর হামলায় কেবল শিবির ধ্বংস হয়েছে তাই নয়, প্রাণ গিয়েছে আলফা স্বাধীনের নিম্ন পরিষদের সভাপতি নয়ন অসমের। আরও অন্তত ১৯ থেকে ২০ জন জখম হয়েছেন হামলায়।
আরও পড়ুন: বিহারে বেনিয়মের বিরাট পর্দা ফাঁস! গিজগিজ করছে নেপাল-বাংলাদেশ-মায়ানমারের ভোটার...
তবে, আলফা(আই) দাবি করার পরেও, যদিও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত আলফার দাবি প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর কাছে এই ধরণের কোনও অভিযানের কোনও তথ্য নেই।
এর আগেও বারে বারে আলফার অংশ আলফা(আই) আলোচনাউ উঠে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে বারে বারে। এবার ভারতীয় সেনার হামলার অভিযোগ তুলেছে তারাই।
এর আগে, ভারত শক্তিশালী ড্রোণ হামলা চালিয়েছিল পাকিস্তানে। পহেলগাঁও হামলা, এবং নিরপরাদ্ধ মানুষের মৃত্যুর পর থেকেই ভারতের দাবি ছিল, পাক-মদতপুষ্ট জঙ্গিরাই এদেশে ঢুকে হত্যালীলা চালিয়েছে। তার পরেই, ভারত পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি শিবির লক্ষ্য করে হামলা চালায়, রাতের অন্ধকারে। ন'টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। পাকিস্তান পালটা হামলা শুরু করে।
তবে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনা স্পষ্ট করেছিল, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলার মূল লক্ষ্য ছিল লস্কর-ই তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন সহ অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, হামলার লক্ষ্য কোনও পাক সামরিক ঘাঁটি ছিল না। ওই হামলায় ব্যবহৃত হয়েছিল, স্ক্যাল্প ক্রুজ ‘স্টর্ম শ্যাডো’ নামেও পরিচিত। স্ক্যাল্প হল দূরপাল্লার আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ৪৫০ কিমি পর্যন্ত। ১৩০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি ৪০০ কেজি বিস্ফোরক বহন করে। ৫.১ মিটার লম্বা এবং ৬৩০ মিলিমিটার পুরু এই ক্ষেপণাস্ত্রে একটি বিশেষ ইঞ্জিন ব্যবহার করা হয়।
বেশ কয়েকদিনের সংঘর্ষ পরিস্থিতির পর, দুই দেশ অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ঘটনা প্রসঙ্গে বারবার জানিয়েছেন, তাঁর মধ্যস্থতার কারণেই সম্ভব হয়েছে ভারত-পাক যুদ্ধ থামানো।একাধিকবার নানা জায়গায় তিনি যুদ্ধ থামানোর জন্য কৃতিত্ব চেয়ে বসেছেন। আবার মধ্যস্থতা করার জন্য, ট্রাম্পের নোবেল প্রাপ্য, পাকিস্তান ইতিমধ্যে এমন দাবিও করে বসেছে। তবে এবার একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে ভারত তাদের ক্যাম্পের উপর হামলা চালিয়েছে বলে দাবি আলফা (আই)-এর
