আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে মহাবিতর্ক। তার মধ্যেই মঙ্গলবার উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাদ পড়েছে রেকর্ড সংখ্যক ভোটার। গো-বলয়ের এই রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২২-এ উত্তর প্রদেশে ভোটার সংখ্যা ছিল ১৫.৪৪ কোটি। কিন্তু এসআইআর প্রক্রিয়ার পর, বর্তমানে উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১২.৫৬ কোটি-তে (১২,৫৫,৫৬,২৫) দাঁড়িয়েছে।
বাদ যাওয়া ২.৮৯ কোটির মধ্যে ৪৬.২৩ লাখ মৃত ভোটার। ২.১৭ কোটি ভোটার তাঁদের ঠিকানা বদলেছেন। ২৫.৪৭ লক্ষের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল।
উত্তর প্রদেশের সিইও নবদীপ রিনওয়ার দেওয়া তথ্য অনুসারে, ভোটারদের বাদ পড়াদের সংখ্যা সবচেয়ে বেশি লখনউ, গাজিয়াবাদ, প্রয়াগরাজ এবং কানপুর-সহ শহরাঞ্চলগুলোতে।
১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৭শে অক্টোবর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর খসড়া তালিকা প্রকাশের কাজটি তিনবার বিলম্বিত হয়। খসড়া তালিকা প্রকাশের পর, নির্বাচন কমিশন ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য বাদ পড়াদের বিভিন্ন দাবি-দাওয়া, আপত্তি এবং সংশোধনের জন্য আবেদন গ্রহণ করবে।
কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, ভোটাররা ইসিআইনেট অ্যাপ ব্যবহার করে ফোনের মাধ্যমেও খসড়া তালিকায় তাদের নাম আছে কিনা তা যাচাই করতে পারবেন। চূড়ান্ত তালিকাটি ৬ই মার্চ প্রকাশিত হবে।
উত্তর প্রদেশ খসড়া ভোটার তালিকা: নিজের নাম কীভাবে দেখবেন?
ভোটাররা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে নিজেদের বিবরণ দেখতে পারেন। নাম, জেলা, বিধানসভা কেন্দ্র বা ভোটকেন্দ্রের বিবরণের মতো প্রাথমিক তথ্য প্রবেশ করিয়ে ভোটাররা সহজেই তাদের অবস্থা যাচাই করতে পারেন। যদি কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে বা বিবরণে কোনও ভুল থাকে, তবে দাবি ও আপত্তির সময়কালে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই অভিযোগ এবং সংশোধনের জন্য অনুরোধ জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, খসড়া ভোটার তালিকা চূড়ান্ত নয়। সমস্ত দাবি ও আপত্তি পরীক্ষা ও নিষ্পত্তি করার পর ৬ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনের ভিত্তি হবে।
নির্বাচন কমিশন ভোটারদের অবিলম্বে তাদের নাম যাচাই করার জন্য অনুরোধ জানিয়েছে।
