আজকাল ওয়েবডেস্ক: তুরস্কে কর্মরত এক যুবককে তাঁর নিজের বিয়েতেই ছুটি দিলেন না অফিসের বস। পাত্রী ভারতের হিমাচল প্রদেশের বাসিন্দা। ছুটি মঞ্জুর না হওয়ায় আর কোনও উপায়ন্তর না দেখে অবশেষে ভিডিও কলে সম্পন্ন হল বিয়ে। তুরস্কে কর্মরত পাত্র ও ভারতের হিমাচল প্রদেশের পাত্রী ভিডিও কলে ‘কবুল’ বলে তাঁদের বিয়ে সম্পন্ন করলেন। পাত্র আদনান মহম্মদ বিলাসপুরের বাসিন্দা।
কর্মসূত্রে তিনি তুরস্কে বাস করেন। আদনান তাঁর বিয়ের জন্য ভারতে আসার পরিকল্পনা করেছিলেন। অফিসে ছুটির আবেদন জানাতে তাঁর বস ছুটি মঞ্জুর না করায় সমস্যার সৃষ্টি হয়। জানা গিয়েছে, পাত্রীর অসুস্থ দাদুর ইচ্ছা ছিল নাতনির বিয়ে দেখার। ফলে একপ্রকার সময়ের মধ্যে যে কোনও ভাবেই বিয়ে করতে হত আদনানকে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে উভয় পরিবার বিকল্প উপায় খুঁজতে শুরু করে এবং অবশেষে ভিডিও কলে বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। পাত্র আদনানের পরিবার ছত্তিশগড়ের বিলাসপুর থেকে হিমাচল প্রদেশের মান্ডিতে রওনা দেন।
সেখানেই একজন কাজীর তত্ত্বাবধানে ভিডিও কলের মাধ্যমে সমস্ত বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য, ভিডিও কলে বিয়ে সম্পন্ন কিন্তু এই প্রথম নয়। কোভিডের সময় যখন সমস্ত পরিষেবা বন্ধ ছিল সেই সময়ে ভিডিও কলই ছিল একমাত্র ভরসা। ওই কয়েক বছরে ভিডিও কলের মাধ্যমে একাধিক বিয়ে সম্পন্ন হয়েছিল ভারত তথা সারা বিশ্বে। এমনকি ২০২৩ সালে হিমাচল প্রদেশে বন্যা এবং ভূমিধসের কারণে বিয়ে করতে যেতে পারেনি বরপক্ষ। উপায়ন্তর না দেখে ভিডিও কলেই বিয়ে সম্পন্ন করতে রাজি হয় দুই পরিবার।
