নিতাই দে: রাজ্যে ত্রিপুরা পুলিশ-সহ অসম রাইফেলস, বিএসএফ ও আরপিএফ-এর মাদকবিরোধী অভিযান প্রত্যেকদিন জারি রয়েছে। কিন্তু কিছুতেই মাদক পাচারকারীদের নাগালে আনা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন জায়গাতে পুলিশের অভিযানে ধরা পড়ছে বিভিন্ন মাদকজাতীয় সামগ্রী। রবিবার আগরতলায় উদ্ধার হল হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাজধানী আগরতলার প্রতাপগড় এলাকার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি অন্য রাজের নম্বরপ্লেট ওয়ালা একটি ১২ চাকার মালবাহী লরিকে দাঁড় করানো হয়। পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশের কাছে খবর ছিল, এই গাড়িটিতেই বেআইনি ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। সেই মোতাবেক পুলিশ গাড়িটিকে আটক করে অভিযান চালিয়ে গাড়িটির গোপন কক্ষ থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট এক লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটির চালক এবং সহকারী দু'জনকেই আটক করা হয়েছে। তাঁদের নাম জামাল হোসেন এবং মিন্টু বর্মন।
ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে বলেন, ''নাগাল্যান্ডের গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। গাড়িটি মেঘালয় থেকে সুনামুরার উদ্দেশ্যে সিমেন্ট বোঝাই করে নিয়ে আসা হয়েছিল। গাড়িটির চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। দু'জনের বাড়িই ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা এলাকায়। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।''
